এডাব রাজশাহী জেলা শাখার উদ্যেগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ(এডাব) রাজশাহী জেলা শাখার উদ্যেগে সাহেব বাজার জিরো পয়েন্টে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন এর আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন এডাব রাজশাহী জেলা শাখার সভাপতি জালাল উদ্দিন আহম্মদ। এডাবের আয়োজনে উক্ত মানববন্ধনে রাজশাহীর স্থানীয় সংস্থা সমুহ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কল্পনা রায়, সভানেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ, আতিয়া তানসিমা, প্রোগ্রাম অফিসার, এসিডি, আফজাল হোসেন, নির্বাহী পরিচালক, রুলফাও, এডভোকেট সামিনা বেগম, সম্বয়কারী,ব্লাষ্ট, ফয়জুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, দিল সেতার চুনি, বিভাগীয় সমন্বয়কারী, বিএনডাব্লিএ, রাশেদ রিপন, নির্বাহী পরিচালক, পরিবর্তন, আরকে দত্ত রুপন, নির্বাহী পরিচালক, এসএসএসএফ, মো.গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব, মো.কামরান হাফিজ, নির্বাহী পরিচালক, স্পেস, মিস মোহনা, সভাপতি দিনের আলো হিজড়া সংঘ, আবুল বাশার, নির্বাহী পরিচালক, আপস,জনাব সম্রাট রায়হান, নির্বাহী পরিচালক, সামাজিক কল্যান সংস্থা ও স্মৃতি আকতার, প্রোগাম এসিসটেন্ট,লফস।
সভার সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন রাফি আহমেদ, বিভাগীয় সমন্বয়কারী এডাব।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন এডাব রাজশাহী জেলা শাখার সভাপতি জালাল উদ্দিন আহম্মদ। এডাবের আয়োজনে উক্ত মানববন্ধনে রাজশাহীর স্থানীয় সংস্থা সমুহ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কল্পনা রায়, সভানেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ, আতিয়া তানসিমা, প্রোগ্রাম অফিসার, এসিডি, আফজাল হোসেন, নির্বাহী পরিচালক, রুলফাও, এডভোকেট সামিনা বেগম, সম্বয়কারী,ব্লাষ্ট, ফয়জুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, দিল সেতার চুনি, বিভাগীয় সমন্বয়কারী, বিএনডাব্লিএ, রাশেদ রিপন, নির্বাহী পরিচালক, পরিবর্তন, আরকে দত্ত রুপন, নির্বাহী পরিচালক, এসএসএসএফ, মো.গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব, মো.কামরান হাফিজ, নির্বাহী পরিচালক, স্পেস, মিস মোহনা, সভাপতি দিনের আলো হিজড়া সংঘ, আবুল বাশার, নির্বাহী পরিচালক, আপস,জনাব সম্রাট রায়হান, নির্বাহী পরিচালক, সামাজিক কল্যান সংস্থা ও স্মৃতি আকতার, প্রোগাম এসিসটেন্ট,লফস।
সভার সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন রাফি আহমেদ, বিভাগীয় সমন্বয়কারী এডাব।
নিজস্ব প্রতিবেদক