“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস এবং অদম্য নারী পুরস্কার ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেেন,
সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবি আমির ও এমপি প্রার্থী, মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী,
বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন,
সহকারী শিক্ষক মেহবুবা আক্তার স্নিগ্ধা, মহিলা দলের সদস্য সচিব আনার কলিসহ স্থানীয় বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,রাজনৈতিক
ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য, কর্মক্ষেত্রে হয়রানি, ডিজিটাল নিরাপত্তা এবং নারীশিক্ষা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে এর সমাধান ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সমাজে বিশেষ অবদান রাখায় অদম্য ৫ জন নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি