আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে চারজন অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আলোচনা সভা শেষে অতিথিরা অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হওয়ার পর উপজেলা হল রুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দার সাগর আহামেদ, মোহনপুর থানার ওসি এস,এম মঈনুদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী রেজা এবং সমাজ সেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম।
নিজস্ব প্রতিবেদক