নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দেশনেত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সারাদেশের সাধারণ মানুষ কাঁদছেন। সবাই চাইছেন গণতন্ত্রের মা দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরুক।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আনু বলেন, গত ১৬ বছর অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন তবু দেশ ছাড়েননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের জন্য দেশের মানুষের জন্য তাঁর এত মায়া।
অধ্যক্ষ আনু বলেন, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীরা ঘোষণা করেছেন বিএনপি। সিংড়ায় আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে চাই। ধানের শীষ আমার নয়, ধানের শীষ আপনার আমার আমাদের সবার প্রতীক। গণতন্ত্রের প্রতীক।
পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল,উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম খাজা,পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ শাহাদাত হোসেন মিন্টু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাঃসম্পাদক জয়নাল আবেদিন,কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক হায়দার রশিদ রিপন প্রমূখ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ আসাদুল ইসলাম আসাদ।
সৌরভ সোহরাব সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ