রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) ভোরে চারঘাট সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার আনুমানিক ০৪:৩০ ঘটিকার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল চারঘাট মডেল থানাধীন গোপালপুর নামক স্থানে একটি আম বাগানের ভেতর ওৎ পেতে ছিল।
দীর্ঘ সময় অপেক্ষার পর বিজিবি সদস্যরা দেখতে পান যে, একজন মাদক ব্যবসায়ী আম বাগানের দিকে আসছে। মাদক ব্যবসায়ী বিজিবি’র কাছাকাছি আসতেই বিজিবি সদস্যরা তাঁকে ধরার জন্য ধাওয়া করেন। এ সময় মাদক ব্যবসায়ী তাঁর কাছে থাকা একটি সিগারেটের প্যাকেট ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরে বিজিবি আভিযানিক দল পরিত্যক্ত সিগারেটের প্যাকেটটি থেকে মালিকবিহীন অবস্থায় ৯৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট বর্তমানে চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ইব্রাহীম হোসেন সম্রাট