সদ্যই সন্তানসুখ পেয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। মাত্র মাসখানেক আগে তাঁদের ছেলে ভূমিষ্ঠ হয়েছে। পরিবার বড় হওয়ার পর এবার নতুন এক বিলাসবহুল গাড়ি নিয়েছেন তারা। জানা গেছে, তারা লেক্সাস এলএম৩৫০এইচ ৪এস মডেলের গাড়ি কিনেছেন, যার বাজারদর প্রায় ৩.২০ কোটি টাকা। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে ভিকি এই গাড়িতে হাজির হয়েছেন এবং তার ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীদের সমতা ও ক্ষমতার বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, “মহিলা হয়ে জন্মানোই বড় সুবিধা। আমাদের সমানভাবে ট্রিট করা উচিত। তাঁর বক্তব্যের ভিডিওটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি জুনিয়রকে বাহবা দিয়ে লিখেছেন, কথপোকথনের মাধ্যমে এটার শুরু হয়।” জাহ্নবীর মতে, সমতা অর্জনের প্রক্রিয়া মূলত কথোপকথন ও তর্কের মধ্য দিয়ে শুরু হয়। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় ছবিতে ফিরছেন, এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে।
থোরে দূর থোরে পাস’ সিরিজে মোনা সিং ও পঙ্কজ কাপুরের সঙ্গে দেখা গিয়েছে কুণাল রয় কাপুরকে। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেক বড়। “আগে নতুন অভিনেতাদের খুঁজতে মানুষ পৃথ্বী ও এনসিপিএতে যেত। এখন কাস্টিং ইনস্টাগ্রামের মাধ্যমে হয়। এটি সম্পূর্ণ অন্য ধরনের স্কিলের খেলা।”
অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীদের সমতা ও ক্ষমতার বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, “মহিলা হয়ে জন্মানোই বড় সুবিধা। আমাদের সমানভাবে ট্রিট করা উচিত। তাঁর বক্তব্যের ভিডিওটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি জুনিয়রকে বাহবা দিয়ে লিখেছেন, কথপোকথনের মাধ্যমে এটার শুরু হয়।” জাহ্নবীর মতে, সমতা অর্জনের প্রক্রিয়া মূলত কথোপকথন ও তর্কের মধ্য দিয়ে শুরু হয়। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় ছবিতে ফিরছেন, এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে।
থোরে দূর থোরে পাস’ সিরিজে মোনা সিং ও পঙ্কজ কাপুরের সঙ্গে দেখা গিয়েছে কুণাল রয় কাপুরকে। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেক বড়। “আগে নতুন অভিনেতাদের খুঁজতে মানুষ পৃথ্বী ও এনসিপিএতে যেত। এখন কাস্টিং ইনস্টাগ্রামের মাধ্যমে হয়। এটি সম্পূর্ণ অন্য ধরনের স্কিলের খেলা।”
তামান্না হাবিব নিশু