ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসীদের ওপর ৫ হাজার ডলার ‘গ্রেপ্তার ফি’ আরোপ করছে ট্রাম্প প্রশাসন মান্দায় ইউপি সদস্যর বিরুদ্ধে রাস্তার গাছ কর্তনের অভিযোগ কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান জ্ঞান ও সৃজনশীলতার বাতিঘর চলনবিলের ভাসমান স্কুল দামকুড়া এলাকায় নিষিদ্ধ ভারতীয় সিরাপ-সহ যুবক আটক একই রকম স্যালাড খেয়ে একঘেয়েমি? রইল রেপিসি লাটভিয়ায় পুরুষ-সংকট তীব্র, ঘন্টা চুক্তিতে স্বামী ভাড়া বিয়ের জন্য পুরুষের সাথে পরিচয় করিয়ে দিলে ১ লাখ ডলার দিবেন, তারকা অ্যায়েলা অস্ট্রেলিয়ায় দাবানল: নিউ সাউথ ওয়েলসে অগ্নিকাণ্ডে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন সদ্যই সন্তানসুখ পেয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা পরিচালকের সাথে আর ঘনিষ্ঠ সম্পর্ক নায়িকার আত্রাইয়ে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে ১৭ বছরের কিশোরের মৃত্যু থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী নিউ ইয়র্কে বাড়ির মালিক ও স্ত্রীকে মারধর, ২৫ বছর কারাদণ্ডের সম্ভাবনা অভিযুক্ত যুবকের ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় লালপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৮:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৮:৫৬:০০ অপরাহ্ন
থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী
থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে পরিবারকে চমকে দিতে বাড়ি ফেরার পথে নির্বাসিত হওয়া এক কলেজছাত্রী প্রশ্ন তুলেছেন ট্রাম্প প্রশাসন কেন তার মতো মানুষদের ‘লক্ষ্যবস্তু’ করছে।

১৯ বছর বয়সী এনি লুসিয়া লোপেজ বেলোজা ২০ নভেম্বর বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হন। তিনি টেক্সাসে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছিলেন।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি (ট্রাম্প) কেন এমন মানুষদের ধরছেন যারা যুক্তরাষ্ট্রে দিন-রাত কঠোর পরিশ্রম করছে, আমার মতো যেসব মানুষ কলেজে পড়ে, স্বপ্ন বাস্তবায়ন করছে, শিক্ষা নিচ্ছে?

হন্ডুরাস থেকে আসা এবং ব্যাবসন কলেজের শিক্ষার্থী লোপেজ বেলোজা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফা মেয়াদে নির্বাসিত হওয়া পাঁচ লাখ অভিবাসীর একজন।

দলিল অনুযায়ী, আদালতের নির্দেশে তাকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণ না করতে বলা হলেও আটক হওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে হন্ডুরাসে ফেরত পাঠানো হয়।
এটা অন্যায় মনে হচ্ছে, বলেন লোপেজ বেলোজা। যদি আদেশ ছিল, তবে সবকিছু আমার সঙ্গে এত দ্রুত ঘটল কেন মাত্র তিন দিনের মধ্যে?

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, ২০১৫ সালের পুরনো বহিষ্কার আদেশের কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

এক ডিএইচএস মুখপাত্র বলেন, এই অবৈধ অভিবাসী ২০১৪ সালে দেশে ঢোকে এবং ২০১৫ সালে ইমিগ্রেশন জজ তাকে বহিষ্কারের আদেশ দেন। এরপর থেকে তিনি দেশে অবৈধভাবে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীরা সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে বিনা খরচে দেশে ফিরতে পারে এবং ১ হাজার ডলার ভাতা পেতে পারে, এরপর চাইলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ থাকবে। অথবা অপেক্ষা করুন প্রতিদিন ১ হাজার ডলার জরিমানা, গ্রেপ্তার এবং ভবিষ্যতে বৈধভাবে ফেরার সুযোগ ছাড়াই সরাসরি বহিষ্কার।

গ্রেপ্তারের আগে পর্যন্ত তিনি ‘আমেরিকান ড্রিম’ এর জীবন যাপন করছিলেন বলে জানান লোপেজ বেলোজা।

তিনি বলেন, আমার বাবা-মা কঠোর পরিশ্রম করে আমাকে কলেজে পড়ার সুযোগ করে দিয়েছেন। আমি ভালো আর্থিক সহায়তাও পেয়েছিলাম। আমি এমন এক কলেজে ভর্তি হয়েছি যারা আমাকে চাইত এবং আমিও তাদের চাইতাম।

আমার স্বপ্ন ছিল কলেজে পড়া, আমার এবং পরিবাররের স্বপ্ন পূরণ করা, আমাদের পরিবারে প্রথমদের একজন হওয়া। মনে হয়েছিল ওয়াও আমি এটা করতে পারছি। সত্যিই ঘটছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ