ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্বকের যৌবন ধরে রাখতে গিয়ে অন্ধত্ব, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে? রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার অভিযোগ রফতানি আয় নিয়ে দুঃসংবাদ, কী পরামর্শ অর্থনীতিবিদদের? অভিবাসীদের ওপর ৫ হাজার ডলার ‘গ্রেপ্তার ফি’ আরোপ করছে ট্রাম্প প্রশাসন মান্দায় ইউপি সদস্যর বিরুদ্ধে রাস্তার গাছ কর্তনের অভিযোগ কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান জ্ঞান ও সৃজনশীলতার বাতিঘর চলনবিলের ভাসমান স্কুল দামকুড়া এলাকায় নিষিদ্ধ ভারতীয় সিরাপ-সহ যুবক আটক একই রকম স্যালাড খেয়ে একঘেয়েমি? রইল রেপিসি লাটভিয়ায় পুরুষ-সংকট তীব্র, ঘন্টা চুক্তিতে স্বামী ভাড়া বিয়ের জন্য পুরুষের সাথে পরিচয় করিয়ে দিলে ১ লাখ ডলার দিবেন, তারকা অ্যায়েলা অস্ট্রেলিয়ায় দাবানল: নিউ সাউথ ওয়েলসে অগ্নিকাণ্ডে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন সদ্যই সন্তানসুখ পেয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা পরিচালকের সাথে আর ঘনিষ্ঠ সম্পর্ক নায়িকার আত্রাইয়ে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে ১৭ বছরের কিশোরের মৃত্যু থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী নিউ ইয়র্কে বাড়ির মালিক ও স্ত্রীকে মারধর, ২৫ বছর কারাদণ্ডের সম্ভাবনা অভিযুক্ত যুবকের ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

রূপে ঈর্ষান্বিত হয়ে নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করলেন নারী

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:৫২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:৫২:৪০ অপরাহ্ন
রূপে ঈর্ষান্বিত হয়ে নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করলেন নারী ছবি: সংগৃহীত
শিশুদের রূপে ঈর্ষান্বিত হয়ে নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করেছেন পুনম নামে ভারতীয় এক নারী। নিজের ভাতিজিসহ চার শিশুকে হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পেছনের কারণটি ভয়ংকর। অভিযুক্ত নারী চাননি কেউ তার চেয়ে ‘বেশি সুন্দর’ হোক।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পুনমের হত্যার ধরন একই—প্রতিবার পানিভর্তি চৌবাচ্চায় শিশুকে ডুবিয়ে মারা। কারণ, সুন্দর শিশুদের প্রতি তার তীব্র ঈর্ষা, বিশেষ করে, ছোট ও সাজগোজ করা মেয়েদের প্রতি। বিধির হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের সময় পুনম সত্য স্বীকার করার আগপর্যন্ত এই শিশুদের মৃত্যুগুলো দুর্ঘটনাজনিত বলেই ধরে নেওয়া হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, পুনম ২০২৩ সালে প্রথম তার ননদের মেয়েকে হত্যা করেন। ওই ঘটনা দেখে ফেলায় একই বছর তিনি নিজের ছেলেকেও হত্যা করেন। চলতি বছরের আগস্টে তিনি সিওয়া গ্রামে আরও একটি মেয়েকে ‘নিজের চেয়ে সুন্দর’ মনে হওয়ায় হত্যা করেন।  

সবশেষ ঘটনার পর পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারী পুনম তার ভাতিজি বিধিসহ (৬) পরিবারের সবাইকে নিয়ে হরিয়ানার পানিপথের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে আসেন। সেখানে ভাতিজিকে দেখে পুনমের মনে হয়, সে তার চেয়েও বেশি সুন্দরী। এরপর পুনম তাকে পানিতে ডুবিয়ে হত্যা করেন। বিধি তার দাদু পাল সিং, দাদি ওমবতী, বাবা সন্দীপ, মা ও ১০ মাসের ছোট ভাইকে নিয়ে পানিপথের ইজরানা এলাকার নৌলথা গ্রামে এক আত্মীয়ের বিয়েতে এসেছিল। 

গত সোমবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে বরযাত্রী নৌলথায় পৌঁছালে তার পরিবারও সেখানে যায়। কিছুক্ষণ পরে সন্দীপের ফোনে খবর আসে, বিধি হারিয়ে গেছে। পরিবার তখনই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর দাদি ওমবতী বাড়ির প্রথম তলার একটি স্টোররুমে যান। দরজাটি বাইরে থেকে আটকানো ছিল। দরজা খুলে তিনি দেখেন, পানিভর্তি একটি চৌবাচ্চায় শিশুটির মাথা ডুবানো। 

বিধিকে দ্রুত স্থানীয় এনসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্দীপ থানায় গিয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্তে জানতে পারে, শিশু বিধির খুনের পেছনে ছিলেন তার ফুফু পুনম। তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে ভয়ংকর তথ্য। তিনি আগে আরও তিনটি শিশুকে একইভাবে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স