ফেনীর ফুলগাজী থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শিপনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফুলগাজী থানার মামলা নং ১৪, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯, ধারা ৩৬(১) এর সারনি ১০(ক)/৪০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর এ মামলায় মো. শিপন দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন। তিনি ফুলগাজী থানাধীন পুরাতন মুন্সিরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পায় র্যাব।
এমন তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে র্যাব-৭–এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মো. শিপনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শিপনের বয়স ৩১ বছর। তার বাবার নাম মৃত দুলাল মিয়া, বাড়ি দক্ষিণ শ্রীপুর, ফুলগাজী, ফেনী।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফুলগাজী থানার মামলা নং ১৪, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯, ধারা ৩৬(১) এর সারনি ১০(ক)/৪০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর এ মামলায় মো. শিপন দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন। তিনি ফুলগাজী থানাধীন পুরাতন মুন্সিরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পায় র্যাব।
এমন তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে র্যাব-৭–এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মো. শিপনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শিপনের বয়স ৩১ বছর। তার বাবার নাম মৃত দুলাল মিয়া, বাড়ি দক্ষিণ শ্রীপুর, ফুলগাজী, ফেনী।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক