চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর মো. বাবুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে-মামলা নং ২০, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪, ধারা ১৪৩/৩২৩/৩০৭/৩২৬/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০–এর এই মামলার প্রধান পলাতক আসামি আবুল হোসেন নগরীর চকবাজার থানাধীন ইমামগঞ্জ এলাকার সাহাবুদ্দিন সাহেব কলোনীতে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আবুল হোসেন (৩২) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পূ্র্ব শহীদনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শফিক মিয়া।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
চট্টগ্রামে বাবুল হত্যা মামলার প্রধান আসামি আবুল গ্রেপ্তার
- আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৭:৪৪:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৭:৪৪:২১ অপরাহ্ন
চট্টগ্রামে বাবুল হত্যা মামলার প্রধান আসামি আবুল গ্রেপ্তার
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক