চট্টগ্রামের বাঁশখালী থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাসিরকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, নিহত ভিকটিম মোঃ মামুনুর রশিদ বাঁশখালী উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা ও পেশায় অটোরিক্সা চালক ছিলেন। গত ০২ নভেম্বর ২০২৫ তারিখে মামুনুর তার অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হলে জনৈক মোক্তার হোসেন তাকে ভাড়া থাকায় চাঁনপুরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা চলাকালীন মোক্তার হোসেন ও তার সহযোগীরা লোহার রড দিয়ে আঘাত করে এবং গলায় চাপ দিয়ে হত্যার ঘটনা ঘটায়।
ঘটনার পর ভিকটিমের স্ত্রী পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৩, (৩ নভেম্বর), ধারা ৫০৬/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পলাতক আসামী মোঃ নাসির বাঁশখালী এলাকায় অবস্থান করছে। ৩০ নভেম্বর তারিখে আনুমানিক সকাল ১১টা ৪০ মিনিটে র্যাবের আভিযানিক দল বানিগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। নাসিরের পিতা মোঃ ইসহাক, স্থায়ী ঠিকানা চাঁনপুর, থানাঃ বাঁশখালী, জেলা চট্টগ্রাম।
গ্রেফতারকৃত নাসিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, নিহত ভিকটিম মোঃ মামুনুর রশিদ বাঁশখালী উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা ও পেশায় অটোরিক্সা চালক ছিলেন। গত ০২ নভেম্বর ২০২৫ তারিখে মামুনুর তার অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হলে জনৈক মোক্তার হোসেন তাকে ভাড়া থাকায় চাঁনপুরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা চলাকালীন মোক্তার হোসেন ও তার সহযোগীরা লোহার রড দিয়ে আঘাত করে এবং গলায় চাপ দিয়ে হত্যার ঘটনা ঘটায়।
ঘটনার পর ভিকটিমের স্ত্রী পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৩, (৩ নভেম্বর), ধারা ৫০৬/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পলাতক আসামী মোঃ নাসির বাঁশখালী এলাকায় অবস্থান করছে। ৩০ নভেম্বর তারিখে আনুমানিক সকাল ১১টা ৪০ মিনিটে র্যাবের আভিযানিক দল বানিগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। নাসিরের পিতা মোঃ ইসহাক, স্থায়ী ঠিকানা চাঁনপুর, থানাঃ বাঁশখালী, জেলা চট্টগ্রাম।
গ্রেফতারকৃত নাসিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক