নরসিংদীর পলাশ উপজেলায় পাঁচ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম, এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূঁইয়াসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মাসুদের কাছ থেকে পাঁচ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা সাফির উদ্দিনের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মাসুদ মিয়া একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম, এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূঁইয়াসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মাসুদের কাছ থেকে পাঁচ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা সাফির উদ্দিনের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মাসুদ মিয়া একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি :