লক্ষ্মীপুর জেলার রামগতি থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহেরকে (৩৫) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নোয়াখালীর যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার মামলায় (নারী ও শিশু মামলা নং-২১১/২০১৪) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা চেয়ারম্যান গলি এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জাহেরের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকায়। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার মামলায় (নারী ও শিশু মামলা নং-২১১/২০১৪) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা চেয়ারম্যান গলি এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জাহেরের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকায়। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক