ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয় হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৮'ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব

পুঠিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমিতে জোরপূর্বক দখল করে পুকুর খননের চেষ্টা, হামলায় আহত ৫

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ১২:৫৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১২:৫৬:৪৩ অপরাহ্ন
পুঠিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমিতে জোরপূর্বক দখল করে পুকুর খননের চেষ্টা, হামলায় আহত ৫ পুঠিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমিতে জোরপূর্বক দখল করে পুকুর খননের চেষ্টা, হামলায় আহত ৫
রাজশাহীর পুঠিয়ায় কয়েকজন হিন্দু সম্প্রদায়ের কৃষকের জমি জোরপূর্বক দখল করে পুকুর খননের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এসময় পুকুর খননে বাধা দিতে গেলে হামলা ও পাল্টা হামলার ঘটনায় কৃষকসহ মাটি কাটতে যাওয়া কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছি হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান পুঠিয়া থানার ওসি কবির হোসেন।

পরে গ্রামের লোকজন জোট বেঁধে ধাওয়া দিলে পুকুর খননকারীরা সেখান থেকে পালিয়ে যান। এসময় একটি মাটি কাটার যন্ত্র (এস্কাভেটর বা ভেকু) ভাঙচুর করে এবং সেখান থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুকুর খননকারী ওই বিএনপি নেতার নাম আবুল কামাল। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। কালাম নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই যেন পকুর খনন করতে না পারে সেটি নজরদারি করা হচ্ছে। তিনি বলেন, এর কয়েকদিন আগে সেখানে অভিযান চালিয়ে মাটি কাটা মেশিন ভেঙে দেওয়া হয়েছে। তারপরও তারা গভীর রাতে খনন কাজ করতে গিয়েছিল। কোনোভাবে সেখানে পুকুর খনন করতে দেওয়া হবে না।

হিন্দুপাড়ার এক জমির মালিক বলেন, স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মী ভয় দেখিয়ে কয়েকটি হিন্দু পরিবারের কাছ থেকে জমি লিখে নেয়। বাকিরা দেয়নি। তারা কৌশলে জমিগুলো শিলমাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজীব ডাক্তারের নামে ডিড করে নেয়।
পরে তার কাছ থেকে ১০ বছরের জন্য জমিগুলো লিজ হিসেবে ডিড করে নেয় বিএনপি নেতা আবুল কালাম। অস্ত্রের মুখে ৫-৭ বিঘা জমি লিজ হিসেবে ডিড করে নিয়ে প্রায় ২০ বিঘা জমি দখল করে পুকুর খননের কাজ শুরু করে। স্থানীয় বিএনপি কর্মী আসাদুল ইসলাম স্থানীয়ভাবে পুকুর খননের কাজ তদরকির দায়িত্ব পায়।

এ ঘটনার বিষয়ে শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবু আসাদ বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আবুল কালাম বাহিনী ভেকু নিয়ে গিয়ে পুকুর খনন শুরু করে। এ সময় স্থানীয় কৃষকরা দিয়ে বাধা দেয়। এর পর কালাম বাহিনী অস্ত্র নিয়ে কৃষকদের ধাওয়া দেয়। খবর পেয়ে কৃষকদলের নেতাকর্মীরা কৃষকদের সঙ্গে যোগ দিয়ে পুকুর খননকারিদের ধাওয়া দেয়। এ সময় তারা পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আবুল কালাম বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে জমিগুলো সনজীব ডাক্তার ও তার ভাই পুকুর খননের জন্য লিজ নিয়েছিল। কিন্তু পটপরিবর্তনের কারণে তারা আর পুকুর খনন করতে পারিনি। সম্প্রতি সনজীব আমাকে জমিগুলো ১০ বছরের জন্য লিজ দেয়। এরপরও আমি জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করি। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর খনন শুরু করেছেন বলেও দাবি করেন আবুল কালাম।

তবে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, পুঠিয়ায় কোনো পুকুর খননের অনুমতি দেওয়া হয়নি। এসব অবৈধ পুকুর খননের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবেই কাউকে পুকুর খনন করতে দেওয়া হবে না।

কৃষকদের উপর হামলার বিষয়ে আবুল কালামের দাবি, কৃষকদল নেতা আবু আসাদ মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় তারা আমার লোকজনের উপর হামলা করে। এসময় তারা আমার ভেকু ভাঙচুর করে এবং এর চালককে মেরে জখম করে।

ইউনিয়ন বিএনপির আরেক কর্মী আসাদুল ইসলাম বলেন, ওই পুকুরের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে পুকুর খনন কাজের জন্য জনবল সরবরাহ করেছি। এর চেয়ে বেশি কিছু না। তিনি বলেন, দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনায় কৃষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। যাদের মধ্যে শাওন, রবিউল, মোস্তাফিজুর ও ভেকু চালক রকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই পকুর খনন কাজে নিয়েজিত ছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত