নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই নয়, দেশ ও জাতির ঐক্যের প্রতিক। জাতির এই সংকটময় মুহর্তে দেশের হাল ধরতে বেগম খালেদা জিয়াকে প্রয়োজন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধায় নাটোরের সিংড়া উপজেলার ৪নং কলম ইউনিয়নের ১ নং মহেশ চন্দ্রপুর করলা বাজারে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আনু বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক নির্যাতনের শিকার হয়েছেন গণতন্ত্রের মা বেগম জিয়া। তবু দেশ ছাড়েননি তিনি। বেগম খালেদা জিয়াকে কখনো কাউকে অশ্লীল ভাষায় গালমন্দ বা ভাষা খারাপ করে কথা বলতে শুনি নাই। আজ তিনি অসুস্থ। মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন। দলমত নির্বিশেষে সবাই তাঁর জন্য দোয়া করছেন। আমরাও তাঁর জন্য দোয়া করছি। সে যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য কলম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ জনাব আলী মৃধা।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মমিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচীব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিংড়া পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাস বুলেট,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য সবেক কমিশনার মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, পৌর বিএনপির সদস্য রুহুল আমিন,পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, স্থানীয় বিএনপি নেতা, আব্দুল জলিল, আনছার আলী, সুলতান আহমেদ, মিলন হোসেন, কাওছার আহমেদ, কামাল হোসেন প্রমূখ।
সৌরভ সোহরাব সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ