হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি পান্না বিশ্বাস ও খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, মুনতাসীর আল মামুন মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
এ ছাড়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মমিন, সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক