ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০১:৩২ পূর্বাহ্ন
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন
বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তি ও তৎকালীন সরকার জড়িত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমা।

বিডিআর বিদ্রোহের আড়ালে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিশন।

কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সদস্য মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ (অব.), ড. এম আকবর আলী (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। আপনারা সত্য উদঘাটনে যে ভূমিকা রেখেছেন, তা জাতি স্মরণে রাখবে।

তিনি আরও বলেন, ইতিহাসের এ ভয়াবহ ঘটনার বহু প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের মধ্য দিয়ে মিলবে। এতে বহু শিক্ষণীয় দিক উঠে এসেছে, যা জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনার ১৬ বছর পর বহু আলামত ধ্বংস হয়ে গেছে। অনেক সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন।

সাক্ষ্যগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সাক্ষীদের ঘণ্টার পর ঘণ্টা ধরে বক্তব্য নিয়েছি। আগের তদন্তকারী সংস্থাগুলোর রিপোর্ট ও অন্যান্য সব প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

কমিশন সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার জানান, বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন এমপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের রক্ষায় স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রাখে। তারা ২০–২৫ জনকে নিয়ে পিলখানায় প্রবেশ করে এবং বের হওয়ার সময় তাদের সংখ্যা দাঁড়ায় দুই শতাধিক।

তালুকদার আরও দাবি করেন, পুরো ঘটনাটি ঘটানোর ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।

কমিশনের পর্যবেক্ষণে বলা হয়, দায় তৎকালীন সরকার প্রধান থেকে সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা ছিল, কিছু প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়া ও কয়েকজন সাংবাদিক অপেশাদার ভূমিকা রাখেন।

পিলখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচিত বিডিআর সদস্যদের তথ্য সংরক্ষণ করা হয়নি।

প্রতিবেদনে বাহিনীতে শৃঙ্খলা রক্ষার উন্নয়ন, গোয়েন্দা কার্যক্রম জোরদার, কমান্ড কাঠামো শক্তিশালী করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে একাধিক সুপারিশ করা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি

রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি