ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসীদের ওপর ৫ হাজার ডলার ‘গ্রেপ্তার ফি’ আরোপ করছে ট্রাম্প প্রশাসন মান্দায় ইউপি সদস্যর বিরুদ্ধে রাস্তার গাছ কর্তনের অভিযোগ কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান জ্ঞান ও সৃজনশীলতার বাতিঘর চলনবিলের ভাসমান স্কুল দামকুড়া এলাকায় নিষিদ্ধ ভারতীয় সিরাপ-সহ যুবক আটক একই রকম স্যালাড খেয়ে একঘেয়েমি? রইল রেপিসি লাটভিয়ায় পুরুষ-সংকট তীব্র, ঘন্টা চুক্তিতে স্বামী ভাড়া বিয়ের জন্য পুরুষের সাথে পরিচয় করিয়ে দিলে ১ লাখ ডলার দিবেন, তারকা অ্যায়েলা অস্ট্রেলিয়ায় দাবানল: নিউ সাউথ ওয়েলসে অগ্নিকাণ্ডে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন সদ্যই সন্তানসুখ পেয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা পরিচালকের সাথে আর ঘনিষ্ঠ সম্পর্ক নায়িকার আত্রাইয়ে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে ১৭ বছরের কিশোরের মৃত্যু থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী নিউ ইয়র্কে বাড়ির মালিক ও স্ত্রীকে মারধর, ২৫ বছর কারাদণ্ডের সম্ভাবনা অভিযুক্ত যুবকের ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় লালপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৯:৪৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৯:৪৩:৫২ অপরাহ্ন
নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামের পল্লীতে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো লয়দাপাড়া গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে।

নিহত মোছা. মোর্শেদা বেগম (৪৫) একই ইউনিয়নের তালগাছি গ্রামের মৃত মকু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী মো. তায়েজ উদ্দিন (৫০), বাঁশো গ্রামের মৃত কছি সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তায়েজ উদ্দিন হাসুয়া ও কুড়াল দিয়ে স্ত্রী মোর্শেদা বেগমের ওপর অতর্কিত হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে এলে ছোট মেয়ের ওপরও হামলার চেষ্টা করা হয়। মেয়ে পালিয়ে প্রাণে বাঁচলেও তায়েজের কুড়াল-হাসুয়ার আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান মোর্শেদা বেগম।

এলাকাবাসী জানান, তায়েজ উদ্দিন মানসিক রোগী হিসেবে পরিচিত। দীর্ঘদিন তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই বছর আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তাদের সংসারে তিন মেয়ে। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল বলে স্থানীয়রা জানান। শুক্রবারও স্বামী-স্ত্রী একসঙ্গে মাঠে সরিষা বপনের কাজ করেন। হঠাৎ এমন হত্যাকাণ্ড ঘটলো তা কারোরই বুঝে আসে না।

নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন বলেন, হত্যার পর তায়েজ উদ্দিন বাড়ির দোতলায় লুকিয়ে ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়াল ও হাসুয়া জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ