রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে আজিজুল মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে র্যাব-৫, এর রাজশাহী সদর কোম্পানি ও র্যাব-১ এর সিপিসি-২ যৌথভাবে আজিজুলকে গ্রেফতার করে।
গ্রেফতার আজিজুল মোল্লা পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগীর তরুণীর ঘনিষ্ঠ আত্মীয় (চাচা) বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, ভুক্তভোগীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। তরুণী গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। গত ২২ অক্টোবর দুপুরে দাদি বাড়িতে না থাকার সুযোগে আজিজুল তরুণীর ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময়ে একই কৌশলে তরুণীকে ধর্ষণ করেন তিনি ।
একপর্যায়ে ঘটনাটি জানতে পারেন দাদি। পরে গত ২৮ অক্টোবর ভুক্তভোগীর মা পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলো।
অবশেষে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার আজিজুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।
বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে র্যাব-৫, এর রাজশাহী সদর কোম্পানি ও র্যাব-১ এর সিপিসি-২ যৌথভাবে আজিজুলকে গ্রেফতার করে।
গ্রেফতার আজিজুল মোল্লা পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগীর তরুণীর ঘনিষ্ঠ আত্মীয় (চাচা) বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, ভুক্তভোগীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। তরুণী গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। গত ২২ অক্টোবর দুপুরে দাদি বাড়িতে না থাকার সুযোগে আজিজুল তরুণীর ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময়ে একই কৌশলে তরুণীকে ধর্ষণ করেন তিনি ।
একপর্যায়ে ঘটনাটি জানতে পারেন দাদি। পরে গত ২৮ অক্টোবর ভুক্তভোগীর মা পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলো।
অবশেষে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার আজিজুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।
মোঃ মাসুদ রানা রাব্বানী :