৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে ২০০ গজের মধ্যে সমাবেশ–মিছিল নিষিদ্ধ।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এবং পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। রাজশাহী মহানগরীর মিশন বালিকা বিদ্যালয়, বুলনপুর, রাজশাহী কোর্ট এলাকা ও রাজপাড়া কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরএমপি আইন–১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর এবং ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর পরীক্ষাকালীন সময় পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে, সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র বহন, চারজনের অধিক মানুষের একত্র চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরএমপি পুলিশ জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৬ নভেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: রাজশাহীতে ২০০ গজের মধ্যে সমাবেশ–মিছিল নিষিদ্ধ
- আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৯:৫৮:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৯:৫৮:৫১ অপরাহ্ন
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: রাজশাহীতে ২০০ গজের মধ্যে সমাবেশ–মিছিল নিষিদ্ধ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোঃ মাসুদ রানা রাব্বানী :