কুষ্টিয়ার ভেড়ামারায় ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিল এলাকার একটি ধানক্ষেতে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান।
স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়ে মনিরের জমিতে প্রথম মরদেহটি নজরে আসে। মধ্যবয়সী ওই ব্যক্তির মরদেহ গলাকাটা, মুখ পুড়ানো এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
কৃষক রাজা আলী বলেন, “সকালে সার ও বীজ দিতে এসে পাশের জমিতে পুতুলের মতো কিছু দেখে কাছে যাই। গিয়ে দেখি মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মাধ্যমে পুলিশকে খবর দিই।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।
বুধবার সকাল ৯টার দিকে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিল এলাকার একটি ধানক্ষেতে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান।
স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়ে মনিরের জমিতে প্রথম মরদেহটি নজরে আসে। মধ্যবয়সী ওই ব্যক্তির মরদেহ গলাকাটা, মুখ পুড়ানো এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
কৃষক রাজা আলী বলেন, “সকালে সার ও বীজ দিতে এসে পাশের জমিতে পুতুলের মতো কিছু দেখে কাছে যাই। গিয়ে দেখি মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মাধ্যমে পুলিশকে খবর দিই।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।
প্রতিনিধি :