ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরির অভিযোগে এক কারখানাকে ১০ হাজার জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পৌর এলাকার কালাইশ্রীপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আখের গুড় তৈরির এক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে আখের গুড়ের কথা বলা হলেও সেখানে আখের কোনো ছিটেফোঁটা ছিল না।
তারা আখের পরিবর্তে মিষ্টির গদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আখের গুড় তৈরির এক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে আখের গুড়ের কথা বলা হলেও সেখানে আখের কোনো ছিটেফোঁটা ছিল না।
তারা আখের পরিবর্তে মিষ্টির গদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনলাইন ডেস্ক