ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসীদের ওপর ৫ হাজার ডলার ‘গ্রেপ্তার ফি’ আরোপ করছে ট্রাম্প প্রশাসন মান্দায় ইউপি সদস্যর বিরুদ্ধে রাস্তার গাছ কর্তনের অভিযোগ কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান জ্ঞান ও সৃজনশীলতার বাতিঘর চলনবিলের ভাসমান স্কুল দামকুড়া এলাকায় নিষিদ্ধ ভারতীয় সিরাপ-সহ যুবক আটক একই রকম স্যালাড খেয়ে একঘেয়েমি? রইল রেপিসি লাটভিয়ায় পুরুষ-সংকট তীব্র, ঘন্টা চুক্তিতে স্বামী ভাড়া বিয়ের জন্য পুরুষের সাথে পরিচয় করিয়ে দিলে ১ লাখ ডলার দিবেন, তারকা অ্যায়েলা অস্ট্রেলিয়ায় দাবানল: নিউ সাউথ ওয়েলসে অগ্নিকাণ্ডে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন সদ্যই সন্তানসুখ পেয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা পরিচালকের সাথে আর ঘনিষ্ঠ সম্পর্ক নায়িকার আত্রাইয়ে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে ১৭ বছরের কিশোরের মৃত্যু থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী নিউ ইয়র্কে বাড়ির মালিক ও স্ত্রীকে মারধর, ২৫ বছর কারাদণ্ডের সম্ভাবনা অভিযুক্ত যুবকের ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় লালপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সান্তাহার রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:২৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:২৬:১৪ অপরাহ্ন
সান্তাহার রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার সান্তাহার রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে স্থানীয় ছাত্র-জনতার সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। পরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন লালমনিরহাটের দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার শ্বাশান কলোনী গ্রামের মৃত আনিছ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি লোকাল ট্রেনে যাত্রীবেশে স্কুল ব্যাগে করে চার কেজি গাঁজা বহন করছিল দুই যুবক। দুপুরে ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্লাটফরমে দাঁড়ালে তাদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় ছাত্র-জনতা তাদের দুজনকে আটক করে। ওই সময় তাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘বার্ষিক পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে স্টেশনের প্ল্যাটফরম দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় দুই ট্রেন যাত্রীর মধ্যে একজন ট্রেন থেকে নেমেই দৌড় দেয়। বিষয়টি আমাদের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতা নিয়ে তাদের দুজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ট্রেনে আসা দুই মাদক ব্যবসায়ীকে ফলো করছিল ছদ্মবেশে থাকা এক পুলিশ সদস্য। সান্তাহার স্টেশনে নামার সময় তাদের একজনকে ধরে ফেললে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় ছাত্র-জনতা তাকেও আটক করে ফেলে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ