বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা প্রথম ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতরা হলেন সাদিয়া বেগম (২৮) ও তাঁর দুই সন্তান পাঁচ বছরের মেয়ে এবং তিন বছরের ছেলে। সাদিয়ার বাড়ি ভাণ্ডার পাইকার গ্রামে। ছয় বছর আগে তাঁর বিয়ে হয়েছিল খলিশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে।
স্থানীয়রা জানান, সকালে সাদিয়ার ঘরে প্রবেশ করে দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। কাছের আরেকটি ঘরের তীরে ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার ঝুলন্ত মরদেহও পাওয়া যায়। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
নিহতরা হলেন সাদিয়া বেগম (২৮) ও তাঁর দুই সন্তান পাঁচ বছরের মেয়ে এবং তিন বছরের ছেলে। সাদিয়ার বাড়ি ভাণ্ডার পাইকার গ্রামে। ছয় বছর আগে তাঁর বিয়ে হয়েছিল খলিশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে।
স্থানীয়রা জানান, সকালে সাদিয়ার ঘরে প্রবেশ করে দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। কাছের আরেকটি ঘরের তীরে ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার ঝুলন্ত মরদেহও পাওয়া যায়। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
প্রতিনিধি :