ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত

ভোক্তা অধিকারের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকার ঘোষণা ক্যাবের

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
ভোক্তা অধিকারের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকার ঘোষণা ক্যাবের ভোক্তা অধিকারের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকার ঘোষণা ক্যাবের
ভোক্তাদের অধিকার রক্ষায় মাঠপর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

দুর্নীতি, বাজার সিন্ডিকেট, খাদ্যের মান, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধসহ প্রতিটি ক্ষেত্রে জনগণের ঢাল হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন ক্যাবের সভাপতি এএইচএম সফিকুজ্জামান।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার ক্যাব নেতারা অংশ নেন।

ক্যাব সভাপতি বলেন, আমরা সরকারের মুখপাত্র নই, আমরা জনগণের প্রতিনিধি। দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে আরও শক্তভাবে কাজ করব।

বাজারে খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে ক্যাব আরও কার্যকর উদ্যোগ নেবে জানিয়ে তিনি বলেন, খোলা তেল ভোক্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে ভেজাল মেশানোর সুযোগ থাকে। ব্যবসায়ীকে প্যাকেটজাত তেল বিক্রিতে উৎসাহিত করতে হবে, আর ভোক্তাকেও সচেতন হতে হবে।

কৃষিক্ষেত্রে অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, কৃষিঋণ প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় কি না তা তদন্ত করা জরুরি। রাজশাহীতে একটি নির্দিষ্ট সিন্ডিকেট ঋণ বিতরণ নিয়ন্ত্রণ করছে, ফলে কৃষক ঋণ পাচ্ছে না; উচ্চ সুদের দাদনের ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি আরও বলেন, আলুর বাজারে বিশৃঙ্খলা, ভেজাল বীজ, সার সিন্ডিকেট, পরিবহনে চাঁদাবাজি এসব সমস্যা বহু পুরোনো।

শুধু পরিচয় দিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলে হবে না, ক্যাবকে মাঠে নামতে হবে, যোগ করেন তিনি।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বড় করপোরেট ও অসংখ্য অদৃশ্য শক্তি সক্রিয় থাকায় সিন্ডিকেট ভাঙা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন সফিকুজ্জামান।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় দাম বাড়ানোর চেষ্টা করতে পারে। প্রশাসন ও ক্যাবকে যৌথভাবে মনিটরিং বাড়াতে হবে।

সরকারি চাকরিজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে সরকারি সীমাবদ্ধতা ছিল, এখন নেই। ক্যাবের মাধ্যমে মানুষের অধিকার নিয়ে আরও দৃঢ়ভাবে কাজ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, ক্যাব জনস্বার্থে কাজ করছে বলেই জনগণ তাদের রিপোর্ট দ্রুত বিশ্বাস করে। খাদ্যের নিরাপত্তা ও বাজার স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাব কার্যকর ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ভোক্তা অধিদফতর, বিএসটিআই, কৃষি বিভাগ, ওষুধ প্রশাসনের পাশাপাশি ক্যাব মাঠপর্যায়ে কাজ করায় ভোক্তা সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে।

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, আমরা সবাই ভোক্তা। তাই নিজের অধিকার রক্ষায় সচেতন হওয়া সবচেয়ে জরুরি। অসাধু ব্যবসায়ীর দৌরাত্ম্য রোধে সরকারি উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি জনগণের সতর্কতাও গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে বিভাগের আট জেলার ক্যাব সভাপতি, সম্পাদক, সদস্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

খাদ্যের গুণগত মান নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন গেইন প্রকল্পের সমন্বয়কারী লাইলুন নাহার।

ক্যাবের এ উদ্যোগ ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ে নতুন গতি আনবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত