বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের দীর্ঘদিনের আক্ষেপ, কখনও প্রকৃত কলেজ-লাইফ উপভোগ করতে পারেননি। দিল্লিতে বেড়ে ওঠা কৃতি জানান, জেপি ইনস্টিটিউটে পড়তে গিয়ে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের সেই নির্ভার পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন। বোন নুপূরের নির্ঝঞ্ঝাট কলেজ–জীবন দেখলে তাঁর হিংসাও হত।
তবে কৃতির সেই অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছে নতুন ছবি ‘তেরে ইশ্ক মেঁ’–এর শুটিংয়ে ডিইউ ক্যাম্পাসে কাজ করতে গিয়ে। তাঁর ভাষায়, “যেন পুরনো স্বপ্ন পূরণ হলো। শুটিংকালে দিল্লির খাবারও দারুণ উপভোগ করেছেন তিনি।
পরিচালক আনন্দ এল. রাই বলেন, এই ছবি ‘রাঞ্ঝনা’র ধারাবাহিকতা নয়; বরং ব্যক্তিগত বিকাশের একটি যাত্রা। কৃতির মতে, ‘মুক্তি’ চরিত্রটি সম্পূর্ণ আলাদা, আবেগপূর্ণ এবং অভিনয়ের জন্য চ্যালেঞ্জিং।
ছবিতে ধনুশ ‘শঙ্কর’ চরিত্রে অভিনয় করছেন, এক উগ্র যুবক, যে হৃদয়ভঙ্গের যন্ত্রণায় প্রতিশোধস্পৃহায় জ্বলে ওঠে। কৃতি–ধনুশ জুটি আলাদা হওয়ার আগেই তাদের প্রেমে আসে বিপর্যয়।
‘রাঞ্ঝনা’র দশ বছর পূর্তিতে ঘোষিত তেরে ইশ্ক মেঁ’ মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর।
তবে কৃতির সেই অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছে নতুন ছবি ‘তেরে ইশ্ক মেঁ’–এর শুটিংয়ে ডিইউ ক্যাম্পাসে কাজ করতে গিয়ে। তাঁর ভাষায়, “যেন পুরনো স্বপ্ন পূরণ হলো। শুটিংকালে দিল্লির খাবারও দারুণ উপভোগ করেছেন তিনি।
পরিচালক আনন্দ এল. রাই বলেন, এই ছবি ‘রাঞ্ঝনা’র ধারাবাহিকতা নয়; বরং ব্যক্তিগত বিকাশের একটি যাত্রা। কৃতির মতে, ‘মুক্তি’ চরিত্রটি সম্পূর্ণ আলাদা, আবেগপূর্ণ এবং অভিনয়ের জন্য চ্যালেঞ্জিং।
ছবিতে ধনুশ ‘শঙ্কর’ চরিত্রে অভিনয় করছেন, এক উগ্র যুবক, যে হৃদয়ভঙ্গের যন্ত্রণায় প্রতিশোধস্পৃহায় জ্বলে ওঠে। কৃতি–ধনুশ জুটি আলাদা হওয়ার আগেই তাদের প্রেমে আসে বিপর্যয়।
‘রাঞ্ঝনা’র দশ বছর পূর্তিতে ঘোষিত তেরে ইশ্ক মেঁ’ মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর।
তামান্না হাবিব নিশু