খোলামেলা আড্ডার মঞ্চ হিসেবেই শুরু হয়েছিল টুইঙ্কল খান্না ও কাজলের টক শো। কিন্তু প্রথম সিজন শেষ হওয়ার আগেই শোটি ঘিরে বিতর্ক তুঙ্গে।
দর্শক–সমালোচকের অভিযোগ শোটি নাকি আবেগকে তুচ্ছ করছে এবং সম্পর্কের প্রতি উদাসীনতা শেখাচ্ছে।
রাত গ্যায়ি, বাত গ্যায়ি, শারীরিক প্রতারণা নিয়ে টুইঙ্কলের মন্তব্যে তুমুল সমালোচনা; জাহ্নবীর বিরোধিতাই নেটদুনিয়ায় প্রশংসা পায়।
ছেলেমেয়েরা পোশাক বদলের থেকেও দ্রুত সঙ্গী বদলায়, এই মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া; ফারাহ, অনন্যা ও কাজল দ্বিমত জানান।
বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত, কাজলের কথায় বিভক্ত দর্শক সমাজ।
চাঙ্কি পাণ্ডের সঙ্গে কথোপকথনে টুইঙ্কলের “জোরু কা গুলাম” মন্তব্যে ট্রোল ঝড়।
জেন জি নিয়ে টুইঙ্কলের বক্তব্য, ওদের কিসের অনুভূতি? অপমানজনক বলে অভিযোগ।
অক্ষয় কুমারের সঙ্গে পর্বে ট্যাটু স্থায়ী, বিয়ে নয় মন্তব্যে তৈরি হয় নতুন বিতর্ক।
১৪ নভেম্বর সিজন শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঢেউ থামেনি। অনেকেই বলছেন, শো ‘টু মাচ’ নামের মতোই অতিরিক্ত খোলামেলা, আর তাই বিতর্কও হয়েছে ‘টু মাচ’।
দর্শক–সমালোচকের অভিযোগ শোটি নাকি আবেগকে তুচ্ছ করছে এবং সম্পর্কের প্রতি উদাসীনতা শেখাচ্ছে।
রাত গ্যায়ি, বাত গ্যায়ি, শারীরিক প্রতারণা নিয়ে টুইঙ্কলের মন্তব্যে তুমুল সমালোচনা; জাহ্নবীর বিরোধিতাই নেটদুনিয়ায় প্রশংসা পায়।
ছেলেমেয়েরা পোশাক বদলের থেকেও দ্রুত সঙ্গী বদলায়, এই মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া; ফারাহ, অনন্যা ও কাজল দ্বিমত জানান।
বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত, কাজলের কথায় বিভক্ত দর্শক সমাজ।
চাঙ্কি পাণ্ডের সঙ্গে কথোপকথনে টুইঙ্কলের “জোরু কা গুলাম” মন্তব্যে ট্রোল ঝড়।
জেন জি নিয়ে টুইঙ্কলের বক্তব্য, ওদের কিসের অনুভূতি? অপমানজনক বলে অভিযোগ।
অক্ষয় কুমারের সঙ্গে পর্বে ট্যাটু স্থায়ী, বিয়ে নয় মন্তব্যে তৈরি হয় নতুন বিতর্ক।
১৪ নভেম্বর সিজন শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঢেউ থামেনি। অনেকেই বলছেন, শো ‘টু মাচ’ নামের মতোই অতিরিক্ত খোলামেলা, আর তাই বিতর্কও হয়েছে ‘টু মাচ’।
তামান্না হাবিব নিশু