ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীর চন্দ্রিমায় সাবেক যুবলীগ নেতা টিপু’র প্রকাশ্য মাদক ব্যবসা; জনমনে তীব্র ক্ষোভ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৬:৫৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৬:৫৩:০২ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় সাবেক যুবলীগ নেতা টিপু’র প্রকাশ্য মাদক ব্যবসা; জনমনে তীব্র ক্ষোভ নগরীর চন্দ্রিমায় সাবেক যুবলীগ নেতা টিপু’র প্রকাশ্য মাদক ব্যবসা; জনমনে তীব্র ক্ষোভ
রাজশাহী নগরীর খড়খড়ি ললিতাহার কৃষি ব্যাংক মোড় এলাকার রেজা কলিস্টোরকে ঘিরে চলছে প্রকাশ্য মাদক বেচাকেনা। এমন অভিযোগে তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পারিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি মোঃ টিপু সুলতান।

স্থানীয়দের বহুদিনের অভিযোগ, টিপু সুলতান ওই দোকানের ভেতর ও আশপাশের এলাকাকে মাদক বিক্রির নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছেন। সন্ধ্যার পর মাদকসেবীরা ফোন পেলে কলিস্টোরের ভেতর থেকে তিনি বা তার সহযোগীরা বের হয়ে চাহিদা অনুযায়ী মাদক সরবরাহ করে এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায় বলে জানান এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, টিপুর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। তাকে প্রশাসনও ম্যানেজ করে রেখেছে এমনটাই আমাদের ধারণা।

তাদের অভিযোগ, টিপুর রয়েছে ২০/২৫ জন সহযোগী যারা নিয়মিতভাবে মাদক সরবরাহ করে। ফলে এলাকা পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে।

রেজা কলিস্টোরের ম্যানেজার খোকনের বক্তব্য জানতে ফোন দেওয়া হলেও তার মোবাইল নম্বর বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলনের পর থেকে রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযান প্রায় বন্ধ হয়ে গেছে, এমন অভিযোগ স্থানীয়দের। শিক্ষা নগরী হিসেবে খ্যাত রাজশাহীতে এখন কিশোর যুবক থেকে শুরু করে বিভিন্ন কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের অনেক শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়ছে।

দূরদূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি অভিভাবকদের মধ্যেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক যুবলীগ নেতা হওয়া সত্ত্বেও টিপু সুলতান কীভাবে প্রকাশ্যে মাদক ব্যবসা চালাচ্ছেন,এ নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

স্থানীয়দের দাবি, অবিলম্বে টিপু সুলতানকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম অ্যান্ড অপস) মোঃ গাজিউর রহমান বলেন, মাদক কারবারী যে-ই হোক, তার কোনো ছাড় নেই। টিপু সুলতান নামে কারও বিষয়ে আমার আগে কোনো তথ্য জানা ছিল না। আপনার মাধ্যমে জানলাম, বিষয়টি সত্যিই গুরুতর। চন্দ্রিমা থানাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হবে।

তিনি আরও জানান, বিষয়টি পুলিশ কমিশনার স্যারকেও অবহিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত