ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

চোখে ঝাপসা দেখা মানেই পাওয়ার বেড়ে যাওয়া নয়, রেটিনার সমস্যাও হতে পারে!

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৩:০০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৩:০০:০৫ অপরাহ্ন
চোখে ঝাপসা দেখা মানেই পাওয়ার বেড়ে যাওয়া নয়, রেটিনার সমস্যাও হতে পারে! ফাইল ফটো
কারও মুখের দিকে তাকালেই মনে হচ্ছে, মুখটা কালো ও ঝাপসা। টিউবলাইটের দিকে তাকালে মনে হচ্ছে, লাইটের মাঝখানে যেন গর্ত রয়েছে! চোখে এ রকম সমস্যা কয়েক দিন ধরেই হচ্ছে? অনেকেই মনে করেন এই সমস্যা চোখের পাওয়ার বৃদ্ধির কারণে হচ্ছে। তবে এই সব লক্ষণ কিন্তু রেটিনার সমস্যাও হতে পারে। রেটিনার ম্যাকুলায় ছিদ্র হলে দৃষ্টিজনিত এমন সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব, চিকিৎসা শুরু না করলে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা বেড়ে যায়। মানসিক চাপ, ঘুমের অভাব, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা— রেটিনার কার্যকারিতা কমে যাওয়ার পিছনে এই কারণগুলিকেই দায়ী করেন চিকিৎসকেরা। রেটিনার রোগের উপসর্গ-

বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন: মূলত ৫০ বছরের পরে এই সমস্যা শুরু হয়। এ ক্ষেত্রে রেটিনার একেবারে মধ্যভাগ(ম্যাকুলা) ক্ষতিগ্রস্থ হয়। এই রোগে পড়তে অসুবিধা হয়, গা়ড়ি চালাতে গেলে সমস্যা হয় এমনকি ব্যক্তিকে চিনতেও সমস্যা হতে পারে।

ডায়াবেটিক রেটিনোপ্যাথি: ডায়াবেটিক রেটিনোপ‌্যাথির ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রেটিনার রক্তবাহী সরু ধমনীগুলি দুর্বল হয়ে পড়ে। ফলে এক প্রকার ফ্লুইডের ক্ষরণ শুরু হয়। দৃষ্টিশক্তি কমতে শুরু করে। পরবর্তী পর্যায়ে ধমনীতে রক্ত চলাচলের সমস‌্যা আরও বেড়ে যায়। ফলে রেটিনার সব অংশে ঠিক মতো অক্সিজেন পৌঁছোতে পারে না। অনেক ক্ষেত্রে চোখে রক্তক্ষরণ শুরু হয়, অন্ধত্বের ঝুঁকিও তৈরি হয়। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, রং চিনতে সমস্যা হয়, পড়তে অসুবিধা হয়, চোখের সামনে হঠাৎ করে অন্ধকার নেমে আসে, কখনও আবার আলোর ঝলকানি চোখে পড়ে। বয়স্ক ব্যক্তি যাঁরা দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভুগছেন তাঁদের এই রোগ ধরা পড়ে।

রেটিনাল ভেন অক্লিউশন: সাধারণত বয়স্কদেরই এই সমস্যা হয়। রেটিনার ধমনীগুলি ব্লক হয়ে গিয়ে দৃষ্টিশক্তি কমে যায় এ ক্ষেত্রে।

রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি: সদ্যোজাতদের মধ্যে এই সমস্যা দেখা যায় অনেক সময়। যে সব শিশুর জন্মের সময় ওজন অনেকটা কম হয়, তাদের এই সমস্যা হতে পারে।

প্রাথমিক পর্যায়ে রেটিনার সমস্যার লক্ষণ ও উপসর্গগুলি শনাক্ত করা এবং সময় মতো চিকিৎসকের সাহায্য নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্যা থেকে প্রতিকার পেতে মানসিক চাপ কমানোর দিকে নজর দিতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত চক্ষু পরীক্ষা করা আর সময় মতো ওষুধ নিয়ে রেটিনার এই সব সমস্যা প্রতিরোধ করা যেতে পারে।

কী ভাবে রেটিনার সমস্যা এড়িয়ে চলবেন?

১) ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা ধরা পড়লে সেই রোগগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সময় মতো ওষুধ খাওয়া, নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২) বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের অন্যতম কারণ হতে পারে ধূমপান। তাই রেটিনার সমস্যা এড়াতে ধূমপান বন্ধ করতে হবে।

৩) অতিবেগনি রশ্মি থেকে রেটিনাকে বাঁচাতে রোদে বেরোলে ভাল সানগ্লাস পরুন।

৪) মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। এর জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম, যোগাসন, ধ্যান করতে হবে। পড়াশোনা কিংবা কলেজের কাজকর্ম ছাড়াও এমন কোনও কাজে মন দিন, যা আপনার করতে ভাল লাগে। মাঝেমাঝে ঘুরতে যান, বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটান।

৫) ঘুমোনোর আগে ইলেক্ট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন। সারা দিনের স্ক্রিন টাইম কমাতে হবে। প্রয়োজনের বাইরে ল্যাপটপ, ফোন, কম্পিউটার না ধরাই ভাল।

৬) এ ছাড়াও খাওয়াদাওয়ার উপরেও নজর রাখতে হবে। বেশি করে মরসুমি ফল, শাকসব্জি, লিন প্রোটিন, শস্যজাতীয় খাবার ডায়েটে রাখতে হবে।

৭) চোখের সমস্যা না থাকলেও বছরে অন্তত এক বার চোখের পরীক্ষা করান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ