বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মিরপুরের হোম অব ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাইলফলক ছোঁয়া টেস্টটি স্মরণীয় করে রাখতে কমতি রাখেননি মুশফিক। শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে এক বিরল রেকর্ডে ভাগ বসিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলার শুরুর পরই সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। গতকাল দিনের খেলা শেষ হওয়ার সময় ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন নিজেদের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের বিরল তালিকায়।
৮৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেললেন মুশফিক। এই ৮৪জনের মধ্যে মাত্রই ১১তম হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাংলাদেশি ব্যাটার। ১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা ইংল্যান্ডের কিংবদন্তি কলিন কাউড্রে সেই টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এরপর এই বিরল তালিকায় আরও নাম লিখিয়েছেন জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিরা। এবার সেই তালিকায় নাম তুললেন মুশফিকও।
ব্যাটার স্কোর প্রতিপক্ষ -বছর
কলিন কাউড্রে ১০৪ অস্ট্রেলিয়া (১৯৬৮)
জাভেদ মিয়াদাদ ১৪৫ ভারত (১৯৮৯)
গর্ডন গ্রিনিজ ১৪০ ইংল্যান্ড (১৯৯০)
অ্যালেক স্টুয়ার্ট ১০৫ ওয়েস্ট ইন্ডিজ (২০০০)
ইনজামাম-উল-হক ১৮৪ ভারত (২০০৫)
রিকি পন্টিং ১২০, ১৪৩* দক্ষিণ আফ্রিকা (২০০৬)
গ্রায়েম স্মিথ ১৩১ ইংল্যান্ড (২০১২)
হাশিম আমলা ১৩৪ শ্রীলঙ্কা (২০১৭)
জো রুট ২১৮ ভারত (২০২১)
ডেভিড ওয়ার্নার ২০০ দক্ষিণ আফ্রিকা (২০২২)
মুশফিকুর রহিম ১০৬ আয়ারল্যান্ড (২০২৫)
এই তালিকায় ব্যতিক্রম হলেন আইসিসি হল অব ফেমে জায়গা পাওয়া রিকি পন্টিং। এই অজি কিংবদন্তি ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ১০০তম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মুশফিকের আগে সর্বশেষ যারা এই কীর্তি করেছিলেন তারা হলেন জো রুট (২০২১) এবং ডেভিড ওয়ার্নার (২০২২)। এই দুজনই শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
সেঞ্চুরির পর অবশ্য মুশফিক আর ইনিংস বড় করতে পারেননি। ২১৪ বলে ৫ চারে ১০৬ রান করে হামফ্রিসের বলে আউট হয়ে গেছেন। মুশফিকের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। দুজনের সেঞ্চুরিতে বাংলাদেশ রানের পাহাড় গড়ার পথে।
ক্রীড়া ডেস্ক