রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাহিন (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মাহিন উপজেলার তারাপুর গ্রামের মোঃ বাদশার ছেলে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুঠিয়ার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী মাহিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে মাহিন স্বীকার করেছে, সে এলাকার একজন চিহ্নিত মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারিভাবে সরবরাহ করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার মাহিনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতেসোপর্দ করেছে পুঠিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মাহিন উপজেলার তারাপুর গ্রামের মোঃ বাদশার ছেলে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুঠিয়ার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী মাহিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে মাহিন স্বীকার করেছে, সে এলাকার একজন চিহ্নিত মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারিভাবে সরবরাহ করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার মাহিনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতেসোপর্দ করেছে পুঠিয়া থানা পুলিশ।
মোঃ মাসুদ রানা রাব্বানী :