ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা সম্পন্ন সিংড়ায় ভয়েস ফর চেঞ্জের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্যের ওপর হামলা দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয়

২০ লাখ টাকা চাঁদা দাবি, ৬ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:০৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:০৭:৩৭ অপরাহ্ন
২০ লাখ টাকা চাঁদা দাবি, ৬ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৬ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা
মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও ২৫ হাজার টাকা চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর ঘটনায় মামলা হয়েছে। মামলায় বৈষম্যবিরোধী ৬ জন স্থানীয় নেতাকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) রাত পৌনে ৯টায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় আসামিরা হলেন—প্রধান আাসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ খান।

অন্যরা হলেন—ইমতিয়াজ শুভ, মোক্তার হোসেন, ইফতেখার শুভ, আসিফ ও পিয়াস ঘোষ প্রিন্সসহ ১০/১২ জন অজ্ঞাত নামা আসামি। নামীয় আসামিদের প্রত্যেকের পিতা অজ্ঞাত বলে এজাহারে লেখা হয়েছে। আসামিরা সকলেই বৈষম্যবিরোধী নেতাকর্মী।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ মে রাতে টঙ্গীর শেরে বাংলা রোড এলাকায় সাবেক এক আওয়ামী লীগ নেতা বাড়িতে প্রবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার ১৮/২০ নেতাকর্মী।

এসময় তারা ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চারটি মামলার কথা বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে সোপর্দ করার ভয়-ভীতি দেখান। এক পর্যায়ে ওই পরিবারের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে ১০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন তারা। ২৯ তারিখের মধ্যে ৫ লাখ টাকা দেওয়ার দাবি জানান তারা।

 এ ঘটনায় ২৯ মে তারিখ সন্ধ্যায় থানা অভিযোগ করতে আসেন ভুক্তভোগীর পরিবার। এসময় থানা কম্পাউন্ডে আকাশ খানের সাথে দেখা হলে টাকা আদায় ও চাঁদা দাবির যৌক্তিক কারণ জানতে চান তারা। এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে গভীর রাত পর্যন্ত বিষয়টি সমাধান চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার নেতারা।

এদিকে গতকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়েছে।

 এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখা সকল থানা ও ওয়ার্ডের সকল কমিটি স্থগিত করা হয়েছে। এর আগে এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। ঘটনার প্রক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখা এক প্রেসবিজ্ঞপ্তির মাধমে কমিটি স্থগিতের ঘোষণা দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টঙ্গী পূর্ব থানা চত্বরে কয়েকজন ব্যক্তি মিলে আকাশ খানকে জিজ্ঞাসাবাদ করছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হয়,তোমরা আমাদের কাছে চারটা মামলার জন্য পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা চাঁদা চাওনি? আকাশ খান এসময় ক্যামেরার সামনে নিরুত্তর ছিলেন।

এ বিষয়ে আকাশ খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। শুক্রবার বিকেলে সংগঠনটির গাজীপুর জেলার ভারপ্রাপ্ত আহবায়ক নাবিল আল ওয়ালিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল থানা ও ওয়ার্ডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত