ঢাকা , সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ ৩০ বছর পর র‌্যাবের জালে চট্টগ্রামের আলোচিত হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রাম ও ফেনীতে পৃথক অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ রাণীশংকৈলে সংলাপ সভা অনুষ্ঠিত সিংড়ায় ধানের শীষের শতভাগ মনোনয়নের আশাবাদী- অধ্যক্ষ আনু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার প্রথম রাণীনগর উপজেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি পত্নীতলায় বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলনে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ফটিকছড়িতে বিদেশি মদসহ কারবারি আটক চট্টগ্রামে পাওনা টাকার জেরে মোবাইল ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ বিচারকের ছেলে হত্যা: নিরাপত্তা দাবিতে দেশজুড়ে বিচারকদের কালো ব্যাজ ধারণ রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড নাটোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ মতিহারে রাবি ছাত্রলীগের নেতার বাড়িতে দূর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও ককটেল হামলা রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩

মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে একটি সাত তলা ভবনের অবৈধ নির্মাণ কাজ চালানোর অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সাত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

রবিবার দুপুরে আরডিএ’র অথরাইজড অফিসার, মোঃ আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মোঃ এনামুল হক, মোঃ মনিরুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোসাঃ হামিদা বেগম, মিসেস রিফা জাকারিয়া, মোঃ মোকছেদুজ্জামান তালুকদার এবং পক সেহাদ। তারা কাজলা মৌজার আরএস-২৭৮, ৭৭৯ ও ৭৮০ নং দাগে ভবনটি নির্মাণ করছেন।

আরডিএ’র নোটিশে বলা হয়েছে, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা অনুযায়ী ভবনটির নির্মাণকাজে একাধিক বিচ্যুতি লক্ষ্য করা গেছে। অভিযোগ অনুযায়ী, নির্মাণাধীন ভবনটির ভিত্তি ও প্রতিটি তলার নির্মাণ কাজ পরিদর্শনের প্রমাণপত্র গ্রহণ করা হয়নি এবং নির্মাণস্থলে তথ্য বোর্ড স্থাপন করা হয়নি। যাহা অনুমোদনের ২নং শর্তের লঙ্ঘন।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ভবনটির সামনে, পিছনে এবং উভয় পাশে অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ কাজ করা হয়েছে। এতে অনুমোদনের ১৬নং শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবৈধ নির্মাণ কাজ কেন ভেঙে ফেলা বা অপসারণ করা হবে না। তার সন্তোষজনক জবাব আগামী ৭ দিনের মধ্যে দাখিল করার জন্য নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না পেলে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নোটিশপ্রাপ্তরা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে আগ্রহী হলে, তাদের আগামী (৪ ডিসেম্বর, ২০২৫) তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ আরডিএ দপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ভবনের অনুমোদিত নকশা, জমির দলিল, খতিয়ান, এবং জাতীয় পরিচয়পত্র।

একই আইনের ৩(খ)(২) ধারা অনুযায়ী, নোটিশ জারির পর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরডিএ কর্তৃপক্ষ মতিহার থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্মাণ কাজ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও, ভবনটির নির্মাণ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী খন্দকার শাহরিয়ার রহমান এবং আগ্রহী পক্ষ হিসেবে মোঃ সেলিম রেজা খোকনকেও শুনানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনা মহানগরীতে অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে আরডিএ’র কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ

মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ