রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গত ১৪ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে ভীমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক।
প্রধান অতিথি মাহবুব আর রশিদ তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনসার আলী মীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুবদল নেতা সিনিয়র সাজ্জাদ, সাজ্জাদ, নাহিদ পারভেজ হিমু, এনামুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম, এবং ছাত্রদলের সভাপতি পলাশ। এছাড়াও সভায় আসলাম, ফরহাদ, রাসেল, আজাহার আলী, মুরাদ, সলিম, আব্দুস সোবাহান, বেলাল মাহফিল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা মিলনকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
মোহনপুর প্রতিনিধিঃ