রক্ষক যখন ভক্ষক! ১৭ বছরের এক সংখ্যালঘু কিশোরীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণ করেছেন ভারতের কর্ণাটকের রামমন্দিরের প্রধান পুরোহিত লোকেশ্বর মহারাজকে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কর্ণাটকের বেলগাঁও জেলার রামমন্দিরের প্রধান পুরোহিত তিনি। তার বিরুদ্ধে পকসো (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজ) আইনে মামলা করা হয়েছে। খবর দ্য হিন্দুর।
প্রতিবেদনে বলা হয়, ওই পূজারির বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সি এক সংখ্যালঘু কিশোরীকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে প্রথমে অপহরণ করেন।
গত ১৩ মে প্রথমে তাকে রাইচুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর দুদিন ধরে নির্যাতনের পর ১৫ মে বাগালকোটে আনা হয়। সেখানে আরও দুদিন চলে নির্যাতন। ১৭ মে পরে তাকে ধর্ষণ করে একটি বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে যান ওই পুরোহিত।
এ ঘটনায় বাগলকোটের নবনগর থানায় প্রথমে মামলা দায়ের হয়। পরে বেলগাঁও জেলার মুদালাগি থানায় মামলাটি স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানায়, মেয়েটিকে লোভ দেখিয়ে বাগালকোট শহরের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে বারবার ধর্ষণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ওই পূজারির বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সি এক সংখ্যালঘু কিশোরীকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে প্রথমে অপহরণ করেন।
গত ১৩ মে প্রথমে তাকে রাইচুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর দুদিন ধরে নির্যাতনের পর ১৫ মে বাগালকোটে আনা হয়। সেখানে আরও দুদিন চলে নির্যাতন। ১৭ মে পরে তাকে ধর্ষণ করে একটি বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে যান ওই পুরোহিত।
এ ঘটনায় বাগলকোটের নবনগর থানায় প্রথমে মামলা দায়ের হয়। পরে বেলগাঁও জেলার মুদালাগি থানায় মামলাটি স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানায়, মেয়েটিকে লোভ দেখিয়ে বাগালকোট শহরের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে বারবার ধর্ষণ করা হয়।