রাজশাহীর পবা উপজেলায় দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে “সচেতন নারী সমাজ”-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১১ নভেম্বর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী—নিলুফা ইয়াসমিন ও তাঁর বোন নূরবানু বেগম—লাঞ্ছিত হন। অভিযোগ করা হয়, স্থানীয় জামায়াতকর্মী নুরুল ইসলাম তাদের ওপর হামলা চালান। নিলুফাকে জুতাপেটা এবং অন্যজনকে লাথি মারার অভিযোগও উঠে আসছে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা না করায় এই হামলা চালানো হয়েছে। তারা বলেন, রাজনৈতিক বিরোধ ও দলীয় চাপ প্রয়োগের সংস্কৃতি নারীদের ওপর নির্যাতনকে উসকে দিচ্ছে।
বক্তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ।
বক্তারা অভিযুক্ত জামায়াতকর্মী নুরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা আরও বলেন, নারী নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্রে পরিণত হলে তা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।
রানা শেখ