ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার গন্ধে রক্তাক্ত পদ্মার কাশফুল, নেপথ্যে কাকন বাহিনীর শত কোটি টাকার খর বাণিজ্য রাজশাহীতে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীদের বেশিরভাগই শিশু, হাসপাতালে ভিড় ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর ১০১তম সভা অনুষ্ঠিত বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন লালু তানোরে চোরাপথে সার এনে বেশী দামে বিক্রির অভিযোগ রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান রাজশাহী বিভাগের ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারি পলাতক শরিফুল ইসলাম জনি রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফেনীতে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সেবা নিন ঘরে বসে, সুস্থ থাকুন নিবিষেশে সেনাপ্রধানের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের আহ্বান রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ রিমেল ইসলাম গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই জিমে ৭টি ভুল থেকে সাবধান! ‘পুরুষদের ঋতুস্রাব হোক’ মন্তব্য করে বিতর্কে রশ্মিকা! বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১২:১০:৫২ পূর্বাহ্ন
ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহী মহানগর দায়রা জজ ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার লিমন মিয়া(৩৫) এর সাথে জজ মহোদয়ের স্ত্রীর পূর্ব পরিচয় ছিল। এ সূত্র ধরে বিভিন্ন সময় লিমন আর্থিক সহায়তা নিত। একপর্যায়ে টাকা দেয়া বন্ধ করলে বিভিন্নভাবে ব্ল্যাক মেইল করা শুরু করে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লিমন জজ মহোদয়ের ভাড়া বাসায় জজ মহোদয়ের স্ত্রীর ছোট ভাই পরিচয় দিয়ে বাসায় ঢুকে কথা কাটাকাটির এক পর্যায়ে চাকু বের করলে জজ এর স্ত্রী প্রান ভয়ে দৌড়ে রুমের ভিতর ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। ঘাতক লিমন দরজায় লাথি দিয়ে ভেঙ্গে ভিতরে ঢুকলে জজের ছেলে তাওসিফ তার মাকে রক্ষা করার জন্য ঘরে ঢুকে। একপর্যায়ে ঘাতক জজের স্ত্রী এবং ছেলেকে ছুরিকাঘাত করে। ধস্তাধস্তির একপর্যায়ে ঘাতকও আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বিচারকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। একই ঘটনায় হামলাকারী ব্যক্তি নিজেও আহত হয়েছেন। তাকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিচারকের স্ত্রীর সঙ্গে হামলাকারীর অর্থনৈতিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

আটক ঘাতকের বিরুদ্ধে রাজপাড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা