ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার গন্ধে রক্তাক্ত পদ্মার কাশফুল, নেপথ্যে কাকন বাহিনীর শত কোটি টাকার খর বাণিজ্য রাজশাহীতে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীদের বেশিরভাগই শিশু, হাসপাতালে ভিড় ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর ১০১তম সভা অনুষ্ঠিত বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন লালু তানোরে চোরাপথে সার এনে বেশী দামে বিক্রির অভিযোগ রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান রাজশাহী বিভাগের ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারি পলাতক শরিফুল ইসলাম জনি রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফেনীতে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সেবা নিন ঘরে বসে, সুস্থ থাকুন নিবিষেশে সেনাপ্রধানের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের আহ্বান রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ রিমেল ইসলাম গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই জিমে ৭টি ভুল থেকে সাবধান! ‘পুরুষদের ঋতুস্রাব হোক’ মন্তব্য করে বিতর্কে রশ্মিকা! বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

তানোরে চোরাপথে সার এনে বেশী দামে বিক্রির অভিযোগ

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:২১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:২১:৩৩ অপরাহ্ন
তানোরে চোরাপথে সার এনে বেশী দামে বিক্রির অভিযোগ তানোরে চোরাপথে সার এনে বেশী দামে বিক্রির অভিযোগ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) দেউল বটতলা মোড়ের কীটনাশক ব্যবসায়ী মেসার্স সরকার টেড্রার্সের বিরুদ্ধে সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে, চোরাপথে রশিদ বিহীন নন-ইউরিয়া সার এনে মজুদ ও বেশী দামে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, লাইসেন্স ব্যতিত তারা বিভিন্ন প্রকারের বীজ, সার এবং কীটনাশক পাইকারি ও খুচরা বিক্রি করছেন।কিন্ত্ত অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ? 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে কীটনাশক ব্যবসায়ী রাশেল সরকার  দু'ট্রাক নন- ইউরিয়া সার নিয়ে আসে। একটি কলমা ইউপি এলাকায় যায় আর অপরটির সার সরকার টেড্রার্সে মজুদ করে বেশি দামে বিক্রি করা হয়। তবে এসব সারের কোনো ক্রয় রশিদ ছিলনা। ফলে সার আসল-নকল না কোনো ডিলারের সরকারি বরাদ্দের তা বোঝার উপায় নাই। আবার এসব সারের ক্রয় রশিদ না থাকায় সার কিনে কেউ প্রতারিত হলে তারা কোনো প্রতিকার পায় না।

এবিষয়ে জানতে  চাইলে রাশেল সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তানোরে সারের সংকট বাইরে থেকে সার না আনলে আলু চাষ হবে না।তিনি বলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও বিএস  সাহেবের সঙ্গে কথা বলে বাইরে থেকে এসব সার আনা হয়েছে, তিনি বলেন জামাল মেম্বার ও ভাই ভাই দই ভান্ডারের আলুর প্রজেক্টের জন্য এসব সার আনা হয়েছে। তিনি বলেন,তিনি ট্রাকে করে সার এনে বিভিন্ন আলুর প্রজেক্টে দিচ্ছেন।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র ক্রয় রশিদ ছাড়াই নন ইউরিয়া সার চোরপথে এনে মজুদ ও বেশী দামে বিক্রি করছে। সচেতন মহলের ভাষ্য সরকার অনুমোদিত ডিলারগণ। যখন অগ্রিম টাকা দিয়েও চাহিদামত এসব সার পাচ্ছেন না। তখন মধ্যস্বত্ত্বভোগী একশ্রেণীর কীটনাশক ব্যবসায়ী লাইসেন্স ব্যতিত কিভাবে এসব সার বিক্রি করছে।

এনিয়ে সরকার অনুমোদিত ডিলারদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। উপজেলার বিসিআইসি অনুমোদিত এক সার ডিলার নাম প্রকাশ না করার সর্তে বলেন, তানোরে সার নিয়ে যা চলছে, তাতে তাদের ব্যবসা করা দায়, এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখার কোনো উপায় নাই। কারণ ব্যাংক ঋণের টাকায় তাদের ব্যবসা এভাবে চোরাপথে সার আশা বন্ধ না হলে তাদের দেউলিয়া হতে হবে। তাদের গুদাম ও দোকান ভাড়া, কর্মচারীর বেতন এবং ব্যাংকের ইন্টারেস্ট দিতে হচ্ছে, কিন্ত্ত তারা বাইরে এক ছটাক সার এনে বিক্রি করতে পারছেন না। অথচ মধ্যস্বত্ত্বভোগী একশ্রেণীর কীটনাশক ব্যবসায়ী লাইসেন্স ব্যতিত বাইরে থেকে সার এনে বেশী দামে বিক্রি করছে। তিনি বলেন,যদি সেটাই হয় তাহলে সার বিক্রি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। 

প্রসঙ্গত, ২০২২ সালের  নভেম্বর মাসে তানোর পৌর এলাকার তালন্দ বাজারের বালাইনাশক ব্যবসায়ী মনিরুলের দোকানে সার পেয়ে কোন মেমো দেখাতে না পারার অপরাধে ১ লাখ ২৬ হাজার, একই কারনে টিপুর ১০ হাজার ও গণেশের ১৫ হাজার এবং কলমা ইউপির সার ব্যবসায়ী নজরুলের পাচারে দায়ে এক লাখ টাকা, ধানতৈড় মোড়ের খুচরা সার ব্যবসায়ী জসিমের ট্রাকে করে সার নামানোর দায়ে ১৫ হাজার  টাকা জরিমানা করা হয়েছিল। অথচ এখন প্রকাশ্যে একই অপরাধ করা হলেও অজ্ঞাত কারণে সবাই চুপ।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ  বলেন,বাইরে থেকে সার আসলে ভালো তবে,তিনি কাউকে অনুমতি দেননি। রাজশাহী জেলা বিসিআইসি অনুমোদিত সার ডিলার সমিতির এক জৈষ্ঠ ডিলার বলেন, অনুমোদিত ডিলার বা ডিলারের মাধ্যমে ব্যতিত এভাবে ট্রাকে করে  সার নিয়ে আশার কোনো সুযোগ নাই, এটা অবৈধ, রশিদ বিহীন এসব সার তিনি পুলিশে ধরিয়ে দেবার আহবান জানান। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সার ডিলার সমিতির এক ডিলার বলেন, কোনো কৃষকের পক্ষে ক্রয় রশিদ ব্যতিত এক সঙ্গে এতো বিপুল পরিমাণ সার নিয়ে আশা অসম্ভব।

তিনি বলেন, যেখানে আমরা চাহিদা মতো নন-ইউরিয়া সার পায় না, সেখানে সাধারণ কৃষক কিভাবে একসঙ্গে এতো  সার পায়।তিনি বলেন, যদি সাধারণ কৃষকেরা এভাবে সার আনে তাহলে ব্যাংক ঋণের কোটি টাকা বিনিয়োগ করে তাদের ডিলারি করার কোনো মানে হয় না।এ

জানতে চাইলে জামাল মেম্বার বলেন, কৃষি কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি বাইরে থেকে সার আনছেন, এখানে সাংবাদিকের খবর করার কি আছে বুঝিনা ,এটা কৃষি কর্মকর্তা বুঝবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা