ঢাকা , বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন সলঙ্গায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার ২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১ চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর থেকে আসবে ৫০ হাজার টন চাল রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান টেস্টে জয়ের দ্বিতীয় শতক নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন পাকিস্তানে টিটিপির ৫ ‘জঙ্গী’কে হত্যা, জিম্মি শিক্ষার্থীদের অক্ষত উদ্ধার রানা প্লাজা ছিল আ.লীগের তৈরি ট্র্যাজেডি: প্রেস সচিব ৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি শীতে সর্দি-কাশি থেকে বাঁচাতে পারে পোড়া আমলকির চাটনি! ৭৫ কোটি টাকার কর ফাঁকিতে সহায়তা, যে শাস্তি পেলেন এনবিআর কর্মকর্তা গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব

২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৪:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:৪২:৫৬ অপরাহ্ন
২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম ২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রায় তিন দশক আগে সংঘটিত এক ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৬০) অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-৯, সিলেট। 

ইউনিটের যৌথ অভিযানে গত (১০ নভেম্বর) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আব্দুস সালাম সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাজির পয়েন্ট এলাকায় আত্মগোপন করে আছেন। এমন তথ্যের ভিত্তিতে, র‍্যাবের দুটি ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং সোমবার পৌনে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সালাম রাঙ্গুনিয়া উপজেলার রাজাভূবন এলাকার নুর আহমেদের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে রাঙ্গুনিয়ার রাজারহাট বাজারে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তৎকালীন রাজারহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আব্দুস সালামকে সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনের আওতায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

রায়ের পর থেকেই আব্দুস সালাম পলাতক ছিলেন। জানা যায়, তিনি দীর্ঘদিন সৌদি আরবে পালিয়ে ছিলেন এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করে একটি রিট আবেদন দায়ের করেন, যার মাধ্যমে মামলাটি দীর্ঘদিনের জন্য স্থগিত হয়ে যায়।

অবশেষে, দীর্ঘ ২৩ বছর পর, ২০২৩ সালের ডিসেম্বরে হাইকোর্টের একটি বেঞ্চ তার রিট আবেদনটি খারিজ করে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে এবং তাকে তিন মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে পুনরায় পলাতক জীবন বেছে নেন।

গ্রেফতারের পর আব্দুস সালামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন