ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৪:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:২২:০৩ অপরাহ্ন
রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো কর্তৃপক্ষ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগ নেতা আবু তাহেরকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ওপর হামলা, হলে নির্যাতন এবং হুমকির অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী আবু তাহেরকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবু তাহের রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহার অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, গত জুলাই মাসে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু তাহের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাদের ওপর হামলায় অংশ নেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি তিনি গোপনে ক্যাম্পাসে ফিরে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা আবু তাহেরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জবাবদিহি চায় এবং ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যায় এবং পরে মতিহার থানা পুলিশে কাছে সোপর্দ করেন। 

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আবু তাহের ছাত্রলীগের কোনো পদে না থাকলেও সংগঠনের একজন কর্মী হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের তোলা বিভিন্ন অভিযোগ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, সম্প্রতি আবু তাহের ফেসবুকে আওয়ামী লীগের একটি কর্মসূচি নিয়ে পোস্ট দিয়েছিলেন, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এক শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

তার বিরুদ্ধে জুলাই-আগস্ট-২০২৪ ছাত্র/জণতার উপর হামলার অভিযোগ রয়েছে। 

বুধবার দুপুর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত