ঢাকা , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐশ্বর্যের পাশে রেণুকা, নেটিজেনদের কটাক্ষের বিরুদ্ধে সরব অভিনেত্রী নিজের নাবালিকা বোনকে ধর্ষণ ! সন্তানের জন্ম দেওয়ার পর দাদাকে গ্রেফতার চালকের সঙ্গে নায়িকার পরকীয়া ! তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন মডেল খুশবু'র লাশ হাসপাতালে ফেলে চম্পট প্রেমিক, পরে গ্রেপ্তার ঢাকার সাইন্সল্যাবে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ, টায়ারের আগুনে পুড়ল ছাত্রদল নেতার শরীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু নোয়াখালীতে এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু ‘গফুর’ গানে অনেকটাই রোগা দেখিয়েছে তমন্নাকে, অভিনেত্রী কি সত্যিই ‘ম্যাজিক পিল’ খাচ্ছেন? বিবাহিত প্রযোজকের সঙ্গে থাকলে মিলবে হাতখরচ! কেন বার বার হোটেলের ঘর বদলাতেন রবীনা? হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি মোহনপুরে গ্রান্ড পিঠা উৎসব প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নি'র কাব্যগ্রন্থ 'ভ্রূণফুল' রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫ টি গরু চুরি থানায় অভিযোগ দায়ের এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়: টুইঙ্কেল বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম অটোতে বিদেশি তরুণী ওঠায় যে কাণ্ড ঘটালেন চালক জেলে বন্দিদের মদ পার্টি ও নাচ-গানের ভিডিও ফাঁস

মডেল খুশবু'র লাশ হাসপাতালে ফেলে চম্পট প্রেমিক, পরে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৪৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৪৫:২৫ অপরাহ্ন
মডেল খুশবু'র লাশ হাসপাতালে ফেলে চম্পট প্রেমিক, পরে গ্রেপ্তার মডেল খুশবু'র লাশ হাসপাতালে ফেলে চম্পট প্রেমিক, পরে গ্রেপ্তার
মধ্যপ্রদেশের সিহোর জেলায় ২৭ বছর বয়সী মডেল খুশবু আহিরওয়ারের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে তাঁর প্রেমিক কাশিম আহমেদ অসুস্থ অবস্থায় খুশবুকে এক বেসরকারি হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠেছে ।

চিকিৎসকরা জানান, খুশবুকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল । ঘটনার পর পুলিশ কাশিমকে গ্রেপ্তার করেছে।

ভৈনসাখেডি এলাকার এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ভোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠায়। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ ওঠার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার। তিনি অভিযোগ করেন, আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওর শরীর জুড়ে নীলচে দাগ, মুখ ফুলে গেছে এবং ব্যক্তিগত অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ওকে পিটিয়ে মারা হয়েছে। খুশবুর বোন বলেন, "ওকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। খুনির যেন কঠোর শাস্তি হয়। তাঁর বোন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে ন্যায়বিচারের জন্য আবেদন জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খুশবু তাঁর প্রেমিক কাশিমের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁরা উজ্জয়িনী থেকে ভোপালে ফিরছিলেন, সেই সময় খুশবুর শারীরিক অবস্থার অবনতি হয়। কাশিম তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার মাত্র তিন দিন আগে কাশিম খুশবুর মাকে ফোন করে জানিয়েছিল, আমি মুসলিম সম্প্রদায়ের, কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে আছে। আমি ওকে উজ্জয়িনী নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না। এরপর খুশবু নিজেও তাঁর মাকে ফোন করে আশ্বস্ত করে বলেছিলেন, মা, চিন্তা করো না, কাশিম খুব ভালো মানুষ। পরিবারের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ কথা।

সোশ্যাল মিডিয়ায় ‘ডায়মন্ড গার্ল ৩০’ নামে পরিচিত খুশবু আহিরওয়ার ভোপালের একজন উঠতি মডেল ছিলেন।

ইনস্টাগ্রামে তাঁর ১২ হাজারেরও বেশি অনুসারী ছিল এবং তিনি নিয়মিত ফটোশুট ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করতেন। বিএ কোর্সের প্রথম বর্ষের পর তিনি পড়াশোনা ছেড়ে মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। গত তিন বছর ধরে তিনি ভোপালে একাই থাকতেন এবং মডেলিংয়ের পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য পার্টটাইম কাজও করতেন।

পারওয়ালিয়া থানার পুলিশ জানিয়েছে, তারা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। যৌন নির্যাতন এবং হত্যা দুই দিক থেকেই তদন্ত চলছে। পুলিশ পলাতক প্রেমিক কাশিম আহমেদকে গ্রেপ্তার করেছে।

কাশিমের বিরুদ্ধে আগেও অবৈধ মদ ব্যবসার মতো অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ, টায়ারের আগুনে পুড়ল ছাত্রদল নেতার শরীর

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ, টায়ারের আগুনে পুড়ল ছাত্রদল নেতার শরীর