ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

কোরবানির ঈদ ঘিরে ফুলবাড়ীর খামারিদের ব্যস্ততা তুঙ্গে

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৮:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৮:১২:২৬ অপরাহ্ন
কোরবানির ঈদ ঘিরে ফুলবাড়ীর খামারিদের ব্যস্ততা তুঙ্গে কোরবানির ঈদ ঘিরে ফুলবাড়ীর খামারিদের ব্যস্ততা তুঙ্গে
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে তুঙ্গে ব্যস্ততা। উপজেলার খামারিরা এবার কোরবানির জন্য প্রস্তুত করেছেন ১৫ হাজার ৭৯৮টি পশু, যেখানে স্থানীয় চাহিদা ১২ হাজার ৬১৩টি। চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি পশু অতিরিক্ত প্রস্তুত হওয়ায় এসব গবাদিপশু দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন পশুর হাটে শুরু হয়েছে কেনাবেচা। উল্লেখযোগ্য হাটগুলোর মধ্যে রয়েছে, ফুলবাড়ী পৌর পশুহাট, মাদিলা, আমডুঙ্গি, মেলাবাড়ী, আটপুকুর ও বারাইহাট পশুর হাট। এসব হাটে স্থানীয় খামারিরা গরু নিয়ে আসছেন, আর দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা সেগুলো কিনে নিচ্ছেন। পাশাপাশি অনেক খামারি সরাসরি খামার থেকেই বিক্রি করছেন পশু।

সরকারি উদ্যোগে এবার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুলবাড়ী পশুর হাট’ ও ‘অনলাইন ডিজিটাল পশুর হাট’-এর মাধ্যমে অনলাইন কেনাবেচার সুযোগও রাখা হয়েছে, যাতে ক্রেতারা সহজেই পশু কিনতে পারেন।
ফুলবাড়ীতে বর্তমানে গবাদিপশুর খামারের সংখ্যা ৭০৮টি, যার মধ্যে নিবন্ধিত ৪১টি এবং অনিবন্ধিত ৬৬৭টি। এসব খামারে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হচ্ছে। খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঁচা ঘাস, খৈল, ব্র্যান, ধানের কুঁড়া ও ভুট্টা।

খামারিরা জানান, পশুখাদ্যের দাম বৃদ্ধি পেলেও বাজার ভালো থাকলে লাভের আশায় তাঁরা আশাবাদী।
স্বজনপুকুর এলাকার আমিন এগ্রো ফার্মের ব্যবস্থাপক মো. ওমর ফারুক জানান, ‘আমাদের ফার্মে ১৯০টি গরু ও দুটি মহিষ রয়েছে। দেশি জাতের পাশাপাশি ব্রাহামা, শাহিওয়াল, হরিয়ানা ও নেপালি জাতের উন্নত গরুও রয়েছে। ছোট আকৃতির গরুর চাহিদা এবার বেশি। আমরা হাটে নিচ্ছি না, খামার থেকেই বিক্রি করছি। ইতোমধ্যে ২৩টি গরু বিক্রি হয়ে গেছে। দাম ৬০ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত।’

দৌলতপুর ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার খামারি সোবহান আলী জানান, ‘ঈদের জন্য খামারে ছয়টি ষাঁড় গরু প্রস্তুত করেছি। খৈল, ছোলা, গম, ভুসি ও সবুজ ঘাস খাইয়ে এগুলো মোটাতাজা করেছি। বাজার ভালো থাকলে প্রতিটি গরু ২ থেকে আড়াই লাখ টাকায় বিক্রি করতে পারব।’

পৌর পশুহাটের ইজারাদার মো. মানিক মন্ডল বলেন, ‘হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিরাপত্তা এবং পশু চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সার্বক্ষণিক কাজ করছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান জানান, ‘খামারিরা যাতে স্বাস্থ্যসম্মতভাবে পশু মোটাতাজা করতে পারেন এবং নিরাপদে বাজারজাত করতে পারেন, সেজন্য আমরা নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি।’
এদিকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, ‘সীমান্তে কড়া নজরদারি চলছে, সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’   ##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ