ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহিশালবাড়ী সড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে দুইজন আহত আগামী ১২ ফেব্রুয়ারী আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব: উঠান বৈঠকে ভোটাররা নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৮:০২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৮:০২:১০ অপরাহ্ন
বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম
বিয়ের মাত্র এক মাসের মাথায় ডা. সামরিনা আলম তানহার ক্যানসার ধরা পড়ে। সংসার জীবনের শুরুতেই শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম। এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন স্বামী, চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান। নিজের ক্যারিয়ার সাময়িকভাবে স্থগিত রেখে স্ত্রীকে পাশে থেকে গত আট মাস ধরে তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছেন। 

সোহেল জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি ইতিমধ্যেই জীবনের সব সঞ্চয় খরচ করেছেন। বর্তমানে ঋণ করে স্ত্রীর চিকিৎসা চালাচ্ছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফিল্মমেকার। 

তিনি বলেন, গত বছর বড় বোনকে হারিয়েছি। তার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এরপর মা অসুস্থ হয়ে পড়েন। ২৫ লক্ষাধিক টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারিনি। এরই মধ্যে স্ত্রীর ক্যানসার নিয়ে নতুন যুদ্ধ শুরু হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বিয়ের মাত্র এক মাসের মাথায় স্ত্রীর জটিল স্টোমাক ক্যানসার (সিগনেট রিংসেল গেস্ট্রিক কারসিনোমা) ধরা পড়ে। এ পর্যন্ত তার চিকিৎসায় ৩০ লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে। দেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করায় ডা. তানহার অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে জার্মানির চেরি হাসপাতাল, তুরস্কের আনাদুলো মেডিকেল সেন্টার এবং অস্ট্রেলিয়ার পিটার ম্যাক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসব দেশে সফল অপারেশনের মাধ্যমে রোগের চিকিৎসা সম্ভব।

সোহেল জানিয়েছেন, সম্প্রতি অস্ট্রেলিয়ায় তার এক ভাইয়ের স্ত্রী অপারেশনের মাধ্যমে ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন। তাই তিনি আশা দেখছেন। দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তবে বিদেশে চিকিৎসার জন্য ৭০ লাখ টাকারও বেশি খরচ প্রয়োজন, যা বর্তমানে বহনের ক্ষমতা নেই। তাই তিনি সমাজের সহানুভূতিশীল মানুষদের সাহায্যের দিকে তাকিয়ে আছেন।

স্ত্রীর পাশে থাকার কথা জানিয়ে ফেসবুকে সোহেল রহমান লিখেছেন, বিয়ের অল্প কদিন পর ছবিটি তোলা। ছাদে উঠে পাখি আর আকাশ দেখছিলাম দুজনে, সাথে টুকটাক গল্প। স্কারলেট ম্যাকাও পাখির মতো আমরাও পুরোদমে ঠিক করি, পাখি না হলেও বাকি জীবন মানুষ হয়ে পাখির মতো একসঙ্গে উড়বো, থাকবো। আমাদের ছাদে উঠে পাখি দেখা হয়নি আর। চট্টগ্রাম থেকে চিকিৎসার জন্য ফ্লাইটে ঢাকা আসার সময়ও বসেছিল জানালার পাশে। মেঘ আর পাখি দেখার কথা থাকলেও আমরা দেখছিলাম আমাদের চোখ, আমাদের সামনে পড়ে থাকা আকাশ সমান চ্যালেঞ্জ। জীবন-মৃত্যুর লড়াইয়ে হার জিত যা হবে হোক, লড়াইটা আমরা একসাথে লড়বো বলে ঠিক করি।

ডা. তানহাকে সাহায্য পাঠানোর ঠিকানা

Bkash + Nagad: +8801744502541

Bkash: +8801859807454

PayPal: [[email protected]](mailto:[email protected])

Bank Accounts:

Name: Muhammad Ataur Rahman Shohel

Account Number: 0252101129741; Pubali Bank PLC, Industrial Area Branch, Chattogram; Account Type: Savings; Routing Number: 175153316; Swift Code: PUBABDDH

Name: Nishat Tasnim Oishee, Agrani Bank PLC, Khulshi Branch, Chattogram

Account Number: 0200015698432

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহিশালবাড়ী সড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে দুইজন আহত

মহিশালবাড়ী সড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে দুইজন আহত