মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে জিসান (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর থেকে বিয়ের দাবিতে ওই তরুণী অভিযুক্তের বাড়িতে অনশন শুরু করেছেন।
রোববার (৯ নভেম্বর) সকাল থেকে তিনি ওই বাড়িতে অনশন শুরু করেছেন। ভুক্তভোগী তরুণীর বয়স ১৭ বছর। তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় একসঙ্গে বসবাসও করেন। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে জিসান তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করে গা-ঢাকা দেন। এতে প্রতারিত হয়ে তরুণী জিসানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
বিষয়টি নিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান ও তার মা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রোববার (৯ নভেম্বর) সকাল থেকে তিনি ওই বাড়িতে অনশন শুরু করেছেন। ভুক্তভোগী তরুণীর বয়স ১৭ বছর। তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় একসঙ্গে বসবাসও করেন। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে জিসান তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করে গা-ঢাকা দেন। এতে প্রতারিত হয়ে তরুণী জিসানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
বিষয়টি নিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান ও তার মা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অনলাইন ডেস্ক