ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৫ উচ্চ শিক্ষা অর্জন করে অনলাইনে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার শরীয়তপুরে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা চলতি বছর অবৈধ পথে ইতালি প্রবেশ করেছে ১৮ হাজার বাংলাদেশি: রাষ্ট্রদূত ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু শিশুর লালন-পালনে ইসলাম যে নির্দেশনা দিয়েছে দুর্বল হয়ে পড়েছে টাইফুন ‘ফাং-ওং’, ফিলিপাইনে চার জনের মৃত্যু তামান্নার কোমরের খাঁজে আজও পিছলে যায় পুরুষের হৃদয়! আদৌ কি তাঁর শরীর ‘ন্যাচারাল’? একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে: মির্জা ফখরুল ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অনিক হ্যাটট্রিকে উজ্জ্বল লেওয়ানডস্কি, রিয়ালের হোঁচট খাওয়ার ফায়দা নিল বার্সা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত সুন্দরবনে ট্রলার ডুবে নিখোঁজ প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার শীতে তরতাজা থাকতে সকালে ১০ মিনিট করুন ৫ ব্যায়াম মরসুম বদলের সময় ব্রণের সমস্যা বেড়েছে? ৫ ভুল এড়িয়ে চলা দরকার ৫ লক্ষ টাকার জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্কড়ের! অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু মাঝ আকাশে দুই টুকরো হয়ে বিধ্বস্ত রুশ হেলিকপ্টার, নিহত ৫

শীতে তরতাজা থাকতে সকালে ১০ মিনিট করুন ৫ ব্যায়াম

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:৫৪:৫৫ অপরাহ্ন
শীতে তরতাজা থাকতে সকালে ১০ মিনিট করুন ৫ ব্যায়াম ছবি: সংগৃহীত
মরসুম বদলের সময় এলেই আজ জ্বর, তো কাল কাশি ভোগাবেই। শীতের শুরু থেকেই আলসেমি ভাবটা যেন কয়েক গুণ বেড়ে যায়। সকাল সকাল ঘুম থেকে ওঠা তো দূরে থাক, শরীরচর্চা করার উৎসাহও পাওয়া যায় না। অনেকেই বলেন, এই সময়ে গা, হাত-পায়ে ব্যথা হয়। কখনও পিঠে টান ধরে, তো কখনও কাঁধ-ঘাড় ঘোরাতে গেলেই যন্ত্রণা। সঙ্গে হাত, পায়ের গাঁটে গাঁটে ব্যথা। এমন ব্যথা-বেদনা নিয়ে দিনভরের কাজে উৎসাহই পাওয়া যায় না। যদি আলস্য কাটিয়ে তরতাজা ভাব ফিরিয়ে আনতে হয়, তা হলে কিছু ব্যায়াম করতেই হবে। তার জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই, কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংয়ের মতো জটিল ব্যায়ামও করতে হবে না। হাতে ১০-১৫ মিনিট থাকলেই হবে।

সহজ কিছু স্ট্রেচিং ও ‘আইসোমেট্রিক ব্যায়াম’ করলে রোজের একঘেয়েমি, গায়ে ব্যথা দূর হবে। অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি ভাবও কাটবে। হার্ট ও লিভারের স্বাস্থ্য ভাল থাকবে। দিনভরের কাজে উৎসাহও পাবেন।

আইসোমেট্রিক ব্যায়াম ও স্ট্রেচিং: শুরুটা করুন ‘ওয়াল সিট’ দিয়ে। দেওয়ালে ভর দিয়ে বসা। ঠিক যেমন ভাবে চেয়ারে বসেন, ভঙ্গি তেমনই হবে। শুধু দেওয়ালে ভর দিতে হবে। একে স্ট্যাটিক স্ট্রেংথ এক্সারসাইজও বলা হয়। শরীরের নীচের অংশের পেশিকে মজবুত করে এই ব্যায়াম। উচ্চ রক্তচাপ থাকলে এই ব্যায়ামটি অভ্যাস করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। হাঁটুর ব্যথাও কমবে।

এর পর করতে পারেন বডিওয়েট স্কোয়াট। সোজা হয়ে দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে দাঁড়ান। অর্ধেকটা বসার মতো ভঙ্গি করুন। ব্যায়ামের সময়েও এই ভঙ্গি রাখবেন। স্কোয়াটের ভঙ্গি থেকে ওঠার সময়ে গোড়ালির ভর দিয়ে উঠুন।

রাশিয়ান টুইস্টও খুব উপকারী। ম্যাটের উপর পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এ বার দুই পা ভাঁজ করে সামান্য উপরে তুলুন। হাঁটু ভাঁজ করতে হবে। শরীর সামান্য পিছন দিকে হেলিয়ে দুই হাত জড়ো করুন। এর পর পা একই ভাবে রেখে কোমর থেকে শরীরের উপরিভাগ এক বার বাঁ দিকে ও এক বার ডান দিকে ঘোরাতে হবে। দুই পা যেন মাটি স্পর্শ না করে। ১০ সেট করে ৩ বার করলে পেট, তলপেটের চর্বি ঝরে যাবে।

কাঁধ ও ঘাড়ের ব্যথা ভোগালে করতে পারেন রোটেশনাল নেক এক্সারসাইজ। সোজা দাঁড়িয়ে বা বসে মাথা ডান দিকে ও বাঁ দিকে ঘোরান ১০ বার৷ এ বার মাথা পিছনে নিয়ে যান, তার পরে ঝোঁকান সামনের দিকে৷ এটিও ১০ বার করতে হবে৷

পায়ের ব্যথা কমাতে ফ্লাটার কিক্‌সও ভাল। সোজা হয়ে বসে শরীর সামান্য পিছন দিকে হেলাতে হবে। তবে কোনও কিছুতে হেলান দেবেন না। দুই হাত শরীরের পাশে রাখুন, তবে যেন মাটি স্পর্শ না করে। এ বার সেই ভঙ্গিমাতেই এক বার বাঁ পা ও এক বার ডান পা ওঠাতে হবে আর নামাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৫

নগরীর চন্দ্রিমায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৫