ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে: মির্জা ফখরুল ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অনিক হ্যাটট্রিকে উজ্জ্বল লেওয়ানডস্কি, রিয়ালের হোঁচট খাওয়ার ফায়দা নিল বার্সা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত সুন্দরবনে ট্রলার ডুবে নিখোঁজ প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার শীতে তরতাজা থাকতে সকালে ১০ মিনিট করুন ৫ ব্যায়াম মরসুম বদলের সময় ব্রণের সমস্যা বেড়েছে? ৫ ভুল এড়িয়ে চলা দরকার ৫ লক্ষ টাকার জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্কড়ের! অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু মাঝ আকাশে দুই টুকরো হয়ে বিধ্বস্ত রুশ হেলিকপ্টার, নিহত ৫ টেস্ট সাইকেল নিয়ে আমাদের লম্বা প্ল্যান আছে, গতবারের চেয়ে বেশি ম্যাচ জিততে চাই: শান্ত রাজধানীতে প্রকাশ্যে গুলিতে যুবক নিহত বেড়াতে গিয়ে লালসার শিকার কিশোরী ভাগ্নি! গ্রেপ্তার মামা-মামি ছেলের কোদালের কোপে বাবা খুন মহানগরীতে ‍পুলিশের অভিযান গ্রেফতার ১২ নোয়াখালীতে বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু রাজশাী-১ আসনে বিএনপির প্রার্থী শরিফ উদ্দিনের ঐক্যর আহবান তানোরে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থার প্রতারণায় অসংখ্য মানুষ নিঃস্ব রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় পরিচিতি কৃষি অফিসার হিসাবে

তানোরে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থার প্রতারণায় অসংখ্য মানুষ নিঃস্ব

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০১:৫৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০১:৫৪:২৪ অপরাহ্ন
তানোরে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থার প্রতারণায় অসংখ্য মানুষ নিঃস্ব তানোরে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থার প্রতারণায় অসংখ্য মানুষ নিঃস্ব
রাজশাহীর তানোরে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থা  নামে একটি কথিত (এনজিও) গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ৯ নভেম্বর রোববার ভুক্তভোগীদের পক্ষে শিবরামপুর গ্রামের ফরজান আলীর পুত্র খাইরুল ইসলাম বাদি হয়ে একই গ্রামের মৃত আজাদ আলীর পুত্র সংস্হার এরিয়া  ম্যানেজার খাইরুল ইসলামসহ মোট তিনজনকে বিবদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ রয়েছে, শিবরামপুর গ্রামের প্রভাবশালী মহলের মদদে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি'র (এমআরএ) অনুমোদন ব্যতিত কথিত এনজিও 'উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থা' গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি উধাও হয়েছে। শুধুমাত্র শিবরামপুর গ্রামের ২২ জন গ্রাহকের কাছে ৬২ লাখ টাকা আত্মসাৎ করেছে, শিবরামপুর গ্রামের খাইরুল ইসলাম ও সুমন আলী এবং সাতপুকুরিয়া গ্রামের মুকুল হোসেন। এসব টাকায় তারা পাকা বাড়ি করে আয়েসি জীবন-যাপন করছেন। গ্রামবাসি বলছে, কষ্টার্জিত টাকা হারিয়ে নিঃস্ব হয়ে তারা কাঁদছে, আর প্রতারকরা টাকা আত্মসাৎ করেও বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রধান কার্যালয় করে তানোর ও নাচোলসহ বিভিন্ন উপজেলায় শাখা অফিস খুলে অবৈধভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার নামে সাধারণ গ্রাহকদের উচ্চ মুনাফার প্রলোভন দিয়ে ডিপিএস ও সঞ্চয় জমা নিয়ে রাতারাতি উধাও। এঘটনায় তিনজন গ্রাহক আবু বাক্কার,সেলিনা ও রিপন বাদি হয়ে সাইদুর রহমান,খাইরুল ইসলাম,সুমন ও মুকুলকে আসামি করে আদালতে একটি মামলাও করেছেন যা বিচারাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার মুন্ডুমালা পৌর সদরে একটি ভাড়া বাড়িতে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থার শাখা অফিস খোলা হয়। দশ বছরে জমা টাকা দিগুন ও এক লাখ টাকায় বছরে ১৫ হাজার টাকা মুনাফা দেবার প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছে থেকে ডিপিএস ও সঞ্চয় জমা নেয়া হয়। চেয়ারম্যান সাইদুর রহমান, এরিয়া ম্যানেজার শিবরামপুর গ্রামের মৃত আজাদ আলীর পুত্র খায়রুল ইসলাম ও মাঠকর্মী শাহজাহানের পুত্র সুমন আলী এবং সাতপুকুরিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের পুত্র মুকুল হোসেন। এরা পরিচিত মানুষ তাই তারা নিজেরা গ্রাহকের নিশ্চয়তা দেন টাকা জমার পর কোনো কিছু হলে ক্ষতিপুরুণ তারা দিবেন।তাদের কথা বিশ্বাস করে গ্রামের সহজসরল মানুষ তাদের হাতে টাকা তুলে দিয়েছেন।

এদিকে শিবরামপুর গ্রামের মাঞ্জেরা বেগম, সেলিনা, সুমন রানা ও রুবিনা অভিযোগ করে বলেন, প্রতিবেশী ও এরিয়া ম্যানেজার খাইরুল ইসলামের কথা বিশ্বাস করে তারা উত্তরবঙ্গ সমিতিতে টাকা জমা করেছেন।খাইরুল তাদের বলেছিলেন তিনি গ্রামের মানুষ টাকা যদি খোয়া যায় তাহলে তিনি তার ক্ষতিপূরণ দিবেন। এবং তারা খাইরুলের কাছে টাকা জমা দিয়েছেন। আবার কিছু টাকা সুমন ও মুকুলকে দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই সমিতি উধাও হয়েছে। এখন তারা খাইরুল ইসলামের কাছে টাকা চাইলে তিনি বলছেন,তিনি চাকরি ছেড়ে দিয়েছেন টাকার বিষয়ে কিছুই করতে পারবেন না।

এদিকে শিবরামপুর গ্রামের মহাসিন আলী হিসাব নম্বর ২৬৭, টাকা জমার পরিমাণ ৩ লাখ,আলতাফুর রহমান হিসাব নম্বর ৪৫০,জমা টাকার পরিমাণ ২ লাখ, মেরিনা হিসাব নম্বর ২২৩২ জমা টাকার পরিমান এক লাখ ৫ হাজার,রুবিনা হিসাব নম্বর ৪২৫ জমা টাকার পরিমাণ এক লাখ ৪০ হাজার ও সুমন রানা হিসাব নম্বর ৩৩৬ জমা টাকার পরিমান ৫ লাখ।

এবিষয়ে জানতে চাইলে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার খাইরুল ইসলাম বলেন, তিনি অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছেন। এখন তিনি এবিষয়ে কিছুই করতে পারবেন না, এছাড়াও তিনজন গ্রাহক বাদি হয়ে আদালতে মামলা করেছেন,যা বিচারাধীন রয়েছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে ‍পুলিশের অভিযান গ্রেফতার ১২

মহানগরীতে ‍পুলিশের অভিযান গ্রেফতার ১২