মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে সৌদি আরবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা দুজনই সৌদির নাগরিক।
রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির বার্তাসংস্থা এসপিএ। খবর রয়টার্সের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।
তবে, কবে কোথায় হামলা তারা হামলা চালানোর চেষ্টা করেছিল, সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল গঠন এবং সেগুলোতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের বিক্ষোভও করতে পারবে না। কেউ এসবে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে।
রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির বার্তাসংস্থা এসপিএ। খবর রয়টার্সের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।
তবে, কবে কোথায় হামলা তারা হামলা চালানোর চেষ্টা করেছিল, সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল গঠন এবং সেগুলোতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের বিক্ষোভও করতে পারবে না। কেউ এসবে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে।
আন্তজার্তিক ডেস্ক