ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ইউরোপীয় দেশকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিলেন ট্রাম্প সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনা, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ নতুন রূপে ধরা দিলেন বুবলী উদযাপনের মাঝেই হঠাৎ চলে গেলেন তেজস্বী, ঘটনা কী পদ্মফুল তুলতে গিয়ে ডুবে মারা গেল ৪ স্কুলছাত্রী বাগেরহাটে কিস্তি দিতে না পারায় যে কাণ্ড ঘটাল এনজিওকর্মীরা মোহনপুরে কাটা গলা নিয়ে রিকশা চালিয়ে ৩ কিলোমিটার , অতঃপর..... কাঁকন বাহিনীর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী, গ্রেফতার ২১ পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার আমন মৌসুমে ধান ৩৪, আতপ ৪৯ ও সেদ্ধ চাল ৫০ টাকায় কিনবে সরকার হংকংয়ের কাছে ফাইনাল হারলো বাংলাদেশ ছাওয়াল আমাক বেইচি থুইয়্যা চলি গেছে, ভাতকাপুড় দেয়না, বৃদ্ধার আকুতি উচ্চারণ নিয়ে বলিউডে হাসি-ঠাট্টা হত! এবার দীপিকার কণ্ঠ শোনা যাবে গোটা বিশ্বে নিয়ামতপুরে শিক্ষার্থী মমতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন রাজনীতিতে যা-ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর পেঁয়াজের দাম ৫ দিনের মধ্যে না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে জাতীয় বিপ্লব দিবস উদযাপন নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল

নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:১৫:০৬ অপরাহ্ন
নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনরত দলটির সদস্য সচিব তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে দলটি দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

রোববার (৯ নভেম্বর) আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দলের সাধারণ সম্পাদক ও সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

তারেক রহমান কেবল আমজনতার দলের একজন সংগঠকই নন—তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক সংগ্রামী ও সাহসী তরুণ নেতার প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলন, এবং রাষ্ট্রের নানা সংকটময় মুহূর্তে তিনি সর্বদা আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যায়, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান তাকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি নির্বাচন কমিশনের প্রধান গেটে দলের নিবন্ধন দাবিতে আমরণ অন্বেষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়—বরং একটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন লাভ করা তাদের বৈধ অধিকার। অথচ, দীর্ঘদিন যাবৎ আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের অযৌক্তিক নীরবতা ও উদাসীনতা একটি দৃষ্টান্তহীন অবিচার হিসেবে দেখা দিচ্ছে।

আমজনতার দল মনে করে—একজন নিবেদিতপ্রাণ তরুণ নেতা যখন জাতীয় প্রতিষ্ঠানের ন্যায্যতার দাবিতে নিজের জীবন বাজি রেখে অনশন চালিয়ে যাচ্ছেন, তখন তা কেবল তার নয়, সমগ্র জাতির জন্য একটি গভীর লজ্জার বিষয়। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও নৈতিকতা আজ প্রশ্নের মুখে। যদি এই আন্দোলনরত নেতার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে এর সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে—এ কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমজনতার দল।

আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন, তিনি একজন চেতনার প্রতীক। তিনি জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার দাবিতে জীবন বাজি রেখে লড়ছেন। আজ তার জীবন সংকটে—কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার। এটি জাতির জন্য এক কলঙ্কজনক উদাহরণ। ইতিমধ্যে ১২০ ঘন্টা পেরিয়ে গেছে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের আমরণ অন্বেষণ কর্মসূচি। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নিরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আমজনতার দল নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছে—অবিলম্বে আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করা হোক এবং অনশনরত সাধারণ সম্পাদক তারেক রহমানের জীবন রক্ষায় যথাযথ চিকিৎসা ও পদক্ষেপ গ্রহণ করা হোক।

পরিশেষে, আমজনতার দল দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ ও তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছে—এই মানবিক ও ন্যায়সঙ্গত দাবিতে তারেক রহমানের পাশে দাঁড়ান, কারণ এটি কেবল একজন নেতার লড়াই নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার