ঢাকা , রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ , ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাঁকন বাহিনীর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী, গ্রেফতার ২১ পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার আমন মৌসুমে ধান ৩৪, আতপ ৪৯ ও সেদ্ধ চাল ৫০ টাকায় কিনবে সরকার হংকংয়ের কাছে ফাইনাল হারলো বাংলাদেশ ছাওয়াল আমাক বেইচি থুইয়্যা চলি গেছে, ভাতকাপুড় দেয়না, বৃদ্ধার আকুতি উচ্চারণ নিয়ে বলিউডে হাসি-ঠাট্টা হত! এবার দীপিকার কণ্ঠ শোনা যাবে গোটা বিশ্বে নিয়ামতপুরে শিক্ষার্থী মমতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন রাজনীতিতে যা-ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর পেঁয়াজের দাম ৫ দিনের মধ্যে না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে জাতীয় বিপ্লব দিবস উদযাপন নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে বেছে নিন ৫ পানীয় শীতের শুরুতেই ত্বকে নিস্তেজ ভাব! উজ্জ্বলতা ফেরাতে ৫-৬টি কেশরই যথেষ্ট আচমকা বুকে হাত দিলেন, আতঙ্কিত তেজস্বী অনুষ্ঠান থেকে পালিয়ে গেলেন! জনগণকে বিয়েমুখী করতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন সরকারের নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা ঘরে ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

শীতের শুরুতেই ত্বকে নিস্তেজ ভাব! উজ্জ্বলতা ফেরাতে ৫-৬টি কেশরই যথেষ্ট

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৩:৫৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৩:৫৯:৪৬ অপরাহ্ন
শীতের শুরুতেই ত্বকে নিস্তেজ ভাব! উজ্জ্বলতা ফেরাতে ৫-৬টি কেশরই যথেষ্ট ফাইল ফটো
শীতের শুরু মানেই ত্বক নিজস্ব উজ্জ্বলতা হারাতে শুরু করে, নিস্তেজ হয়ে আসে। চোখে-মুখে শুষ্কতা, ক্লান্তির ছাপ। এমন সময়েই কাজে আসতে পারে কেশর বা জাফরান। শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু রন্ধনশিল্পে নয়, রূপচর্চার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে এসেছে এটি। সেই প্রাচীন পন্থা সাম্প্রতিক যুগেও সমস্যার সমাধান করতে পারে। আজ যখন বাজারজাত প্রসাধনীর চেয়ে ঘরোয়া উপাদানে ভরসা বেড়েছে নতুন প্রজন্মের, তখন কেশর ব্যবহার করে ত্বকচর্চা করা যেতে পারে। নিস্তেজ, ক্লান্ত ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা, দীপ্তি ফেরাতে কার্যকরী হতে পারে।

বাজারজাত, প্রক্রিয়াজাত প্রসাধনীতে যদিও কেশরের ব্যবহার শুরু হয়েছে। আবার ফেস সিরাম, ফেস মাস্কের মতো নানা পণ্যের লেবেল খুঁজলে জাফরানের নির্যাস পেতে পারেন। তবে তার থেকে কার্যকরী উপায়ে নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন কেশরসমৃদ্ধ মাস্ক। তবে তার আগে জেনে নিতে হবে, কেন শীতের সময়ে কেশর ত্বকের স্বাস্থ্য ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ।

ঠান্ডার মরসুমে ত্বক জলশূন্যতায় ভুগতে শুরু করে। ফলে দ্রুত টান ধরে চামড়ায়, খসখসে হয়ে যায় সারা দেহ। কিন্তু জাফরানে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট যেমন ক্রোসিন এবং ক্রোসেটিন। এগুলি ত্বকের কোষে নতুন প্রাণ এনে দেয়। তা ছাড়া ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়, ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি ঠেকায় এবং শুষ্কতা কমিয়ে দেয়। ফলে ত্বক হয় উজ্জ্বল, কোমল, চকচকে। ফেসিয়ালের পর ত্বক যেমন হাইড্রেটেড দেখায়, ঠিক তেমনই আভা এনে দেওয়ার ক্ষমতা রয়েছে কেশরের। উপরন্তু ভিটামিন বি২, বি৩, ক্যারোটিনয়েডস সমৃদ্ধ কেশর ত্বককে টানটান ও কোমল করে তুলতে পারে।

কী ভাবে বাড়িতেই কেশর দিয়ে মাস্ক বানাবেন?
সবচেয়ে কার্যকরী এবং সহজ উপায়ে ত্বকচর্চা করতে হলে কেশর দুধের মাস্ক তৈরি করে নিতে পারেন। তার জন্য বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। জেনে নিন পদ্ধতি। সঙ্গে আরও দু’ধরনের মাস্কের প্রস্তুত প্রণালী দেওয়া হল।

১. কেশর দুধের মাস্ক
উপকরণ
৪-৫টি কেশর
২ টেবিল চামচ কাঁচা দুধ
১ চা চামচ মধু

পদ্ধতি: সারা রাত দুধে কেশরগুলি ভিজিয়ে রাখুন (কেউ কেউ ৩-৪ ঘণ্টাও রাখতে পারেন)। দুধে হালকা সোনালি রং ধরলে তাতে মধু মিশিয়ে মুখে, গলায়, হাতে মেখে নিন। অন্তত ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বক হাইড্রেটেড হওয়ার পাশাপাশি পুষ্টির জোগান বজায় থাকে। শীতের সকালের জন্য এই মাস্ক উপযুক্ত।

২. জাফরান-অ্যালো ভেরা প্যাক
উপকরণ
১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল (গাছ থেকে টাটকা নিলে ভাল)
৩-৪টি জাফরান

পদ্ধতি: অ্যালো ভেরা জেলে জাফরানগুলি ভিজিয়ে রেখে দিন কয়েক ঘণ্টা। তার পর সেটি মুখে-গলায় মেখে নিন। রাতে ঘুমোনোর আগে মাখলে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে। সকালে উঠে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে কালো দাগ ও ছোপ মিলিয়ে যেতে পারে, ক্লান্তি ঘুচে সতেজ হতে পারে ত্বক।

৩. কেশর-চন্দনের প্যাক
উপকরণ
৫-৬টি জাফরান
১ টেবিল চামচ গোলাপজল
১ টেবিল চামচ চন্দনগুঁড়ো

পদ্ধতি: কয়েক ঘণ্টা গোলাপজলে কেশর ভিজিয়ে রেখে তার পর তাতে চন্দনগুঁড়ো মিশিয়ে দিন। তার পর মিহি একটি মিশ্রণ বানিয়ে গলায় ও মুখে মেখে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কোথাও কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে চটজলদি ত্বকে উজ্জ্বলতা আনতে এই পদ্ধতিতে রূপচর্চা করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার