আব্বাস আফ্রিদির নেতৃত্বে হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলতে গেছে পাকিস্তান। কুয়েতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে অধিনায়ক আব্বাসই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টানা ৬ বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেছেন আব্বাস। যাতে ভর করে পাকিস্তান ৬ ওভারে ১২৪ রানের বড় লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছে।
শুক্রবার (৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে এই সিক্স-এ-সাইড টুর্নামেন্ট। যেখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পাকিস্তানের বোলারদের ভালো চ্যালেঞ্জ জানিয়েছিল কুয়েত। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করে মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের পক্ষে মিত ভাবসার সর্বোচ্চ ১৪ বলে ৪১ রান করেন। এ ছাড়া উসমান প্যাটেল ৯ বলে ৩১, বিলাল তাহির ২৪ ও আদনান ইদ্রিস ১৮ রান করেন।
পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত একটি করে উইকেট নিয়েছেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও দলটিকে পথ দেখিয়েছেন অধিনায়ক আব্বাস। লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরুর পর মুহাম্মদ শাহজাদ ১৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন আবদুল সামাদও। ফলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে ওঠে পাকিস্তানের। আব্বাসের ফিফটিতে দৃশ্যপট পাল্টে যায়। মাত্র ১২ বলে ৫৫ রান করে তিনি রিটায়ার্ড হিসেবে উঠে যান। আব্বাস খেলেছেন ১টি চার ও ৮টি ছক্কা।
এ ছাড়া জয় নিশ্চিত করার পথে খাজা নাফে ১১ বলে ২৫ এবং শহিদ আজিজ ৫ বলে ২৩ রান করেন। একেবারে শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত হয় পাকিস্তানের। অল্প সময়ের ব্যবধানে পাকিস্তান হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে এই সিক্স-এ-সাইড টুর্নামেন্ট। যেখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পাকিস্তানের বোলারদের ভালো চ্যালেঞ্জ জানিয়েছিল কুয়েত। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করে মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের পক্ষে মিত ভাবসার সর্বোচ্চ ১৪ বলে ৪১ রান করেন। এ ছাড়া উসমান প্যাটেল ৯ বলে ৩১, বিলাল তাহির ২৪ ও আদনান ইদ্রিস ১৮ রান করেন।
পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত একটি করে উইকেট নিয়েছেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও দলটিকে পথ দেখিয়েছেন অধিনায়ক আব্বাস। লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরুর পর মুহাম্মদ শাহজাদ ১৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন আবদুল সামাদও। ফলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে ওঠে পাকিস্তানের। আব্বাসের ফিফটিতে দৃশ্যপট পাল্টে যায়। মাত্র ১২ বলে ৫৫ রান করে তিনি রিটায়ার্ড হিসেবে উঠে যান। আব্বাস খেলেছেন ১টি চার ও ৮টি ছক্কা।
এ ছাড়া জয় নিশ্চিত করার পথে খাজা নাফে ১১ বলে ২৫ এবং শহিদ আজিজ ৫ বলে ২৩ রান করেন। একেবারে শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত হয় পাকিস্তানের। অল্প সময়ের ব্যবধানে পাকিস্তান হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে।
ক্রীড়া ডেস্ক